ড্যাফোডিল স্টাডি ফোরামের উদ্বোধন
- ক্যাম্পাস ডেস্ক
শিক্ষার্থীদের ফেসবুক আসক্তি কমিয়ে পাঠাভ্যাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক ব্যস্ততা। সারাদিন ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি নিয়ে ছোটাছুটি করতে হয়। এর বাইরে সময় কোথায় অন্য বই পড়ার? তোমরাদেরকে ছোট্ট একটা টিপস দেই। তোমরা তোমাদের ফেসবুক আইডি কয়েকদিনের জন্য বন্ধ করে দাও। দেখবে হাতে অফুরন্ত সময় পেয়ে গেছ। তখন তুমি পড়ার সময় পাবে, খেলার সময় সময় পাবে, মুভি দেখার সময় পাবে, নানান কিছু করার সময় পাবে। তোমার সময় আর ফুরাতেই চাইবে না।’
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত ড্যাফোডিল স্টাডি ফোরামের (ডিএসএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক এসব কথা বলেন। এসময় তিনি স্টাডি ফোরামের উদ্যোক্তা ২৫ শিক্ষার্থীকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘তোমরা যারা এ উদ্যোগ নিয়েছ তারা প্রত্যেকেই এক একটা মোমবাতি। একটি মোমবাতি থেকে যেমন হাজারটা মোমবাতি জালানো জ্বালানো যায় তেমনি তোমরা হাজার জনের মাঝে এই পাঠচর্চার আলো ছড়িয়ে দেবে-এমনটাই বিশ্বাস করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি বলেন, ‘যতই সময় যাচ্ছে ততই আমাদের পড়ার প্রতি মনোযোগ কমে আসছে। আমরা এখন সবচেয়ে বেশি সময় ব্যায় করি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভাবে যে সমাজ গড়ে ওঠে সে সমাজ সুস্থভাবে বিকশিত হয় না। এজন্য বই পড়ার অভ্যাস ও চর্চা বাড়াতে হবে। তোমাদের ধন্যবাদ জানাই যে তোমরা একটি স্টাডি ফোরাম গড়ার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি অনলাইন ফোরাম রয়েছ উল্লেখ করে তিনি বলেন, ওই ফোরামে তোমরা নিয়মিত পোস্ট দাও। এটি অত্যন্ত শক্তিশালী একটি নেটওয়ার্ক। তিনি ডিএসএফ-এর কার্যক্রমকে ওই ফোরামের সঙ্গে যুক্ত করারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হামিদুর রহমান, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও আইআইসির প্রকল্প পরিচালক মো. আবু তাহের খান।