জবিতে আন্তর্জাতিক সঙ্গীত উৎসব
- ক্যাম্পাস ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সঙ্গীত উৎসব। দু’দিনের এ উৎসব উদ্বোধন হবে আজ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।
আয়োজকরা জানান, উৎসবে পণ্ডিত অমরেশ রায় চৌধুরীকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে। এ ছাড়া জমকালো এ আয়োজনে থাকছে বরেণ্য কণ্ঠশিল্পী শাহীন সামাদ, সাদী মহম্মদ, সুবীর নন্দী, শামা রহমান, লাইসা আহমেদ লিসা, সামিনা চৌধুরী, অনিমা রায়, চন্দনা মজুমদার ও শফি মণ্ডলের ভিন্ন ধাঁচের সঙ্গীত পরিবেশনা। তাদের পাশাপাশি আমন্ত্রিত বিদেশি অতিথি হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন ভারত, চীন, ইন্দোনেশিয়ার সঙ্গীতশিল্পীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষার্থী ছাড়াও উৎসবে গাইবেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক উৎসবের আহ্বায়ক ও উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অনিমা রায়।