ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা
- ক্যাম্পাস ডেস্ক
নবীন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা উপস্থাপনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ক্লাইমেট লঞ্চপ্যাড। সবুজ পৃথিবীর জন্য নতুন ‘আইডিয়া’ খুঁজে বের করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। ২০১৭ সালের আয়োজনে বাংলাদেশ পর্বের জন্য আবেদনের শেষ তারিখ ২২ জুন। যাঁরা ব্যবসা এখনো শুরু করেননি কিংবা শুরু করলেও ব্যবসার বয়স এক বছর হয়নি, তাঁরা আবেদন করতে পারবেন। তবে পরিকল্পনাটি হতে হবে নবায়নযোগ্য জ্বালানি, টেকসই খাদ্যনিরাপত্তা কিংবা জলবায়ু পরিবর্তনে রুখে দিতে ভূমিকা রাখে—এমন কিছু।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে পাবেন প্রায় আট লাখ, রানারআপ পাবেন প্রায় চার লাখ ও দ্বিতীয় রানার আপ পাবেন প্রায় দুই লাখ টাকা।
বিস্তারিত: climatelaunchpad.org