সার্টিফায়েড সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ
- ক্যাম্পাস ডেস্ক
আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং বোর্ডের অধিভূক্ত ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি আগামী ৮ অক্টোবর থেকে ২ মাসব্যাপী প্রশিক্ষণের অয়োজন করেছে। কোর্স শেষে ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোয়ালিটি ইনস্টিটিউট (www.isqi.org), জার্মানী কর্তৃক আয়োজিত পরীক্ষার মাধ্যমে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ড (www.istqb.org) কর্তৃক সাটিফিকেট অর্জন করা যাবে। প্রশিক্ষণ প্রদান করবেন আই.এস.টি.কিউ.বি সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার।
দেশের বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানের সফটওয়্যার ডেভেলপার এবং সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি মেইন্টেনেন্সের সাথে জড়িত ও সংশ্লিষ্ট বিষয়ের ফ্রেস গ্র্যাজুয়েটরা এবং যারা সফটওয়্যার টেস্টিংকে পেশা হিসেবে নিতে চায়, তারা এ কোর্সে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০১৭। বিস্তারিত: ০১৭১৩-৪৯৩১৬৬, ৯১১৭২০৫।