আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় ড্যাফোডিলের দুই শিক্ষার্থীর কৃতীত্ব
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী শ্রীদাম দেব ও জাহিদ হাসান ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ-২০২১’ এর ফাইনাল রাউন্ডে যথাক্রমে রানার আপ ও ৫ম স্থান অর্জন করেছেন। গত ২৪মে থেকে ২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত এ খেলা যৌথভাবে আয়োজন করেছিল রাশিয়ার ভিয়াতকা স্টেট ইউনিভার্সিটি এবং চীনের লিয়াওনিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রানার আপ শিরোপাজয়ী শ্রীদাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং ৫ম স্থান অর্জনকারী জাহিদ হাসান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
বিশ্বের ৮টি দেশ থেকে ৬০জন শিক্ষার্থী এই ভার্চুয়াল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ডিআইইউ চেজ ক্লাবের সহযোগিতায় এ টুর্নামেন্টে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৮জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পান।