ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে ঢাকায় আন্তজার্তিক কর্মশালা
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আগামী ৩ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বিজনেস স্কুল কোর্স কারিকুলাম পরিবর্তনের প্রয়োজনীয়তা : পজিশনিং, কমপিটেন্সি অব বিসনেস স্কুল ইন বিআইএমএসটিইসি রিজিউন’ শীর্ষক আন্তজার্তিক কর্মশালা। চলবে ৪ জুন পর্যন্ত।
আজ (১৮ মে)ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সিটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের স্টেয়ারিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মুহম্মদ মাহাবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার হামিদুল হক খান।
সভা শেষে হামিদুল হক জানান, কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদরা প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি, গবেষণা, আঞ্চলিক সহযোগীতাসহ অন্যান্য গুরুত্বপূর্ন বিষয়ে আলোপাত করবেন। বিশ্বের বিভিন্ন দেশ হতে অন্তত ৫০জন অতিথি এই কর্মশালায় উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর রফিকুল ইসলাম, ইন্সিটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের উপ-পরিচালক প্রফেসর ড. ফখরে হোসেন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মাসুম ইকবাল, সহকারী অধ্যাপক সৈয়দ ফররুখ আহমেদ, নিউট্রেশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মুনমুন হকসহ অন্যান্য কর্মকর্তারা।