পেপার রাইটিং কর্মশালার নিবন্ধন চলছে
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘পেপার রাইটিং’ বিষয়ে কর্মশালার উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ (ইইই)। আর এটির আয়োজন করেছে ডিআইইউ প্রজেক্ট ইনোভেশন সেন্টার। আগামী ১৮ জুন সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল টাওয়ার-৫ এর ব্যাংকুয়েট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে।
ড্যাফোডি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এ কর্মশালা পরিচালনা করবেন। তাঁদের একজন ফিলিপাইনের লাইসিয়াম অব দ্য ফিলিপাইনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্যানডিডো পেরেজ। অপরজন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রভাষক আয়েদ আল সায়েম।
কর্মশালার অংশ নিতে হলে ১০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে নিচের ঠিকানায়:
ডিআইইউ প্রজেক্ট ইনোভেশন সেন্টার
কক্ষ নম্বর : ৬০৭ (৬ষ্ঠ তলা), প্রশাসনিক ভবন।
ফোন : ০১৬৭২৮৬৩৩৬৮।
উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ প্রদান করা হবে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	