অস্ট্রেলিয়ায় স্কলারশিপ

অস্ট্রেলিয়ায় স্কলারশিপ

  • ক্যাম্পাস ডেস্ক : 

উচ্চতর ডিগ্রির সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। কোনো টিউশন ফি ছাড়াই University of Adelaide থেকে মাস্টার্স অথবা Doctoral করা যাবে। এর বাইরেও রয়েছে নানা সুযোগ। এছাড়া বর্ষিক লিভিং এলাউন্স হিসেবে পাওয়া যাবে ২০ লাখ টাকার উপরে। নিচে বিস্তারিত উল্লেখ করা হল-


 

Course Level : মাস্টার্স অথবা ডক্টরাল।

Study Subject : যেকোন বিষয়ে পড়াশোনা করা যাবে।

আবেদনের শেষ সময় : 31 আগস্ট ২০১৬।

যা পাবেন : টিউশন ফি (মাস্টার্সের জন্য দুই বছর এবং ডক্টরালের জন্য ৩ বছর)। annual living allowance পাবেন বাংলাদেশ টাকায় ২০ লাখের উপরে।

আবেদন করবেন যেভাবে : আবেদনের জন্য ক্লিক করুন
http://www.adelaide.edu.au/graduatecentre/admission/

স্কলারশিপের লিংক : http://www.adelaide.edu.au/graduatecentre/scholarships/research-international/opportunities/adelaide-scholarship-international/ । favicon59

 

Sharing is caring!

Leave a Comment