বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ

  • ক্যাম্পাস ডেস্ক

এইচএসসির ফলাফল প্রকাশিত হয়ে গেছে।এবার পালা ভালো কোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাওয়া। তাই যে কয়েকটি বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থী নেওয়ার জন্য ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছে তা দেওয়া হলো:


ঢাবির ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর

শুরু ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটি সম্ভাব্য তারিখ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক নুর-ই- ইসলাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধাপে ভর্তি পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষা হবে ২১ অক্টোবর শুক্রবার, কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৩ সেপ্টেম্বর শুক্রবার, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৩০ সেপ্টেম্বর শুক্রবার, সামজিকবিজ্ঞান বিভাগ অনুষদভুক্ত সম্মিলিত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৮ অক্টোবর এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৪ সেপ্টেম্বর শনিবার।

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিভিন্ন গণমাধ্যম ও রুয়েটের ওয়েবসাইট ( www.ruet.ac.bd) প্রকাশ করা হবে। পরীক্ষা পদ্ধতিতে নতুন কোন পরিবর্তন আনা হয়নি।

ইবির পরীক্ষা ১৯ থেকে ২৩ নভেম্বর
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী ১৯ থেকে ২৩ নভেম্বর প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, রেজিস্টার এ এস এম আবদুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড মোঃ মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বারাকাত মোহাম্মদ ফারুক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সিনাসহ বিভিন্ন বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন।

জবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় বি ইউনিটের ২৩ সেপ্টেম্বর, ই ইউনিটের ২৪ সেপ্টেম্বর, সি ইউনিটের ৩০ সেপ্টেম্বর, এ ইউনিটের ২১ অক্টোবর এবং ডি ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশেবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির প্রাথমিক আবেদন অনলাইনে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১৫ নভেম্বর। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) জানানো হবে।

খুবিতে ভর্তি পরীক্ষা নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এ সময় ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।favicon59

Sharing is caring!

Leave a Comment