মেডিকেলে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু ২৯ আগস্ট
- ক্যাম্পাস ডেস্ক
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। গত বছরের মতো এবারও টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন।
দীর্ঘ ছয় বছর পর আগামী ৭ অক্টোবর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অভিন্ন দিনে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়ে আসলেও এবার পৃথক দিনক্ষণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফরম বিতরণ শুরুর তারিখ নির্ধারিত হলেও ফরম পূরণ ও জমা দেয়ার শেষ সময় এখনও চূড়ান্ত হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টেলিটক মোবাইল ফোন অপারেটর কোম্পানির সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যউপাত্ত জানিয়ে দেয়া হবে।