এবার মেডিকেল ও ডেন্টালে আলাদা দিনে ভর্তি পরীক্ষা
- ক্যাম্পাস ডেস্ক
গত কয়েক বছর একসঙ্গে হয়ে এলেও মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আলাদা দিনে।মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা হবে আগামী ৭ অক্টোবর, অন্যদিকে ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তি পরীক্ষায় বসতে হবে ৪ নভেম্বর।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবার এই দুই পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৯ পয়েন্ট থাকতে হবে।
মেডিকেল ও ডেন্টালে আগে এক সময় একসঙ্গে পরীক্ষা হলেও মাঝে কয়েক বছর আলাদাভাবে ভর্তি পরীক্ষায় নেওয়া হয়েছিল। গত কয়েক বছর ধরে আবার একসঙ্গে পরীক্ষা নিচ্ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার আবার আলাদাভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তর এই পরীক্ষা নিলেও মেডিকেল কলেজগুলোর অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন।
অধ্যাপক আজাদ বলেন, “দুই পরীক্ষা একসঙ্গে হলে মেডিকেল থেকে ডেন্টাল এবং ডেন্টাল থেকে মেডিকেলের মাইগ্রেশন প্রক্রিয়া সামলানো কষ্টকর বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
এখন মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ডেন্টালে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়।
২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি। এছাড়া সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।