চারুকলার চারদিক
- ক্যাম্পাস ডেস্ক
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও চারুকলা পড়াশোনার ব্যাপক চাহিদা রয়েছে। শুধু ছবি আঁকার জন্য নয়, এখান থেকে অনার্সসহ উচ্চতর ডিগ্রী অর্জন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান করে সামাজিকভাবে প্রতিষ্ঠিতও হচ্ছেন। প্রতিবছর যে হারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীরা উত্তীর্ণ হয় সে হারে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আশানুরুপ বিষয়ে পড়াশোনা করতে পারে না বেশিরভাগ শিক্ষার্থী। সে কারণেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পছন্দসই বিষয়ে পড়ালেখার জন্য ভর্তি হয়। রাজধানীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও চারুকলা শিক্ষার সুযোগ রয়েছে। যদিও চারুকলা বিষয়ে মাত্র দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান করে থাকেন। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে তারাই এখানে ভর্তির সুযোগ নেয়। ভবিষ্যতে এর চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। রাজধানীতে প্রায় অর্ধশত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি চারুকলা বিষয়ক পড়ালেখার উদ্যোগ নেয় তাহলে চারুকলা শিক্ষার ব্যাপক প্রসার হবে বলে শিল্পী সমাজ মনে করেন। কোথায় কোথায় চারুকলা বিষয়ে পড়ালেখা করা যায় তার খোঁজ খবর নিয়ে এই আয়োজন।
চারুকলা বিষয়ে পড়াশুনা সম্পূর্ণ নিজের কাছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান কাউকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে দেয় না। তবে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের সান্নিধ্য পেলে সহজেই শিক্ষার্থীর শিল্পী হয়ে ওঠার পথ খুঁজে নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
চারুকলা অনুষদ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮টি চারুকলা অনুষদ রয়েছে। অনুষদগুলো হচ্ছে— ১. ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ২. গ্রাফিক্স ডিজাইন, ৩. প্রিন্ট মেকিং, ৪. প্রাচ্যকলা, ৫. ভাস্কর্য, ৬. সিরামিক, ৭. কারুশিল্প, ৮. শিল্পকলার ইতিহাস। আগামী ১৭ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা চারুকলা বিষয়ে ডিগ্রী অর্জন করতে চান তারা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ নিতে পারেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
চারুকলা বিভাগ। চারুকলা বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রী প্রদান করা হয়। এখানে ৭টি বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। বিভাগগুলো হলো— ১. ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ২. গ্রাফিক্স ডিজাইন, ৩. প্রিন্ট মেকিং, ৪. প্রাচ্যকলা, ৫. ভাস্কর্য, ৬. সিরামিক, ৭. কারুশিল্প। আগামী ৯-১২ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এ বিভাগ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চারুকলা ইনষ্টিটিউট। মোট ৪টি শাখায় পড়ালেখার সুযোগ রয়েছে। বিভাগগুলো হলো— ১. ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ২. প্রিন্ট মেকিং, ৩. এপ্লাইড আর্ট, ৪. ভাস্কর্য বিভাগ। আসন সংখ্যা ৫০ থেকে এবার ৬০ করা হয়েছে। আগামী ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়
চারুকলা ইনষ্টিটিউট। এ ইনষ্টিটিউটে ৩টি ডিসিপ্লিন শাখা— ১. ড্রইং অ্যান্ড পেইন্টিং, ২. প্রিন্ট মেকিং, ৩. ভাস্কর্য বিভাগ। এ শাখায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। প্রতি ডিসিপ্লিনে ২২ জন করে মোট ৬৬টি আসন রয়েছে। আগামী ১১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
চারুকলা বিভাগ। মোট ৩টি বিভাগ— ১. ড্রইং অ্যান্ড পেইন্টিং, ২. গ্রাফিক্স ডিজাইন, ৩. প্রিন্ট মেকিং। আসন সংখ্যা ৫০। আগামী ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
চারুকলা বিভাগ। ২টি ডিসিপ্লিনে ভর্তি করা হয়— ১. চিত্রকলা ডিসিপ্লিন, ২. কারুকলা ডিসিপ্লিন। আসন সংখ্যা ৩৫। এ মাসের শেষের দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
চারুকলা বিভাগ। ৩টি বিভাগে পড়ালেখা করার সুযোগ রয়েছে। আগামী ১৩ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) অনার্স, মাস্টার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পর একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে ৩টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। বিষয়গুলো হলো— ১. ড্রইং অ্যান্ড পেইন্টিং, ২. গ্রাফিক্স ডিজাইন, ৩. প্রিন্ট মেকিং। বছরে তিন সেমিস্টারে প্রতি চার মাস পর পর ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ রয়েছে। অনার্স ছাড়াও বৈকালিক মাষ্টার্স কোর্স রয়েছে।
শান্ত মারিয়ম ক্রিয়েটিভ আর্ট এন্ড ডিজাইন
এখানে এ বছর থেকে বছরে ৩ সেমিস্টারে ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হচ্ছে। ফ্যাকাল্টি অব ফাইন এন্ড পারফর্মিং আর্ট ও ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকনোলজী।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে চারুকলা শিক্ষার কলেজ গড়ে উঠেছে। এই কলেজগুলোতে ভর্তি হতে হলে এসএসসি পাসের পর কলেজের নিয়ম অনুযায়ী ভর্তি হতে হবে কলেজগুলো হলো— নারায়ণগঞ্জ আর্ট কলেজ বিএফএ, ঢাকা আর্ট কলেজ, রাজশাহী আর্ট কলেজ বিএফএ কোর্স, বগুড়া আর্ট কলেজ (বগুড়া) বিএফএ কোর্স, যশোর আর্ট কলেজ বিএফএ কোর্স, ময়মনসিংহ আর্ট কলেজ বিএফএ কোর্স।
একটি কথা জানা প্রয়োজন যে, চারুকলায় যারা পড়তে চান তাদের অবশ্যই ড্রইং জানা জরুরি। শিল্পমনা থাকলে ছোটবেলা থেকে যারা আর্ট বা আঁকাআঁকি করেন মনের মধ্যে এক ধরনের আর্ট বা শিল্পবোধ কাজ করে তারাই চারুকলায় ভালো করবেন। চারুকলায় একটি সৌখিন বিষয় যা জোর করে মুখস্থ করে সম্ভব নয়।