কুয়েটে ভর্তির আবেদন আজ থেকে
- ক্যাম্পাস ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া যাবে আজ সোমবার থেকে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হতে আগ্রহীরা আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন ২৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার কর্মকর্তা মনোজ কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৯ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবার পুরকৌশল বিভাগে ১২০টি, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ১২০টি, যন্ত্রকৌশল বিভাগে ১২০টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে ৬০টি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ৬০টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি, আর্কিটেকচার বিভাগে ৪০টি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি এবং সংরক্ষিত পাঁচটি আসনসহ সর্বমোট এক হাজার পাঁচটি আসনে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি হতে পারবেন। গত বছরের চেয়ে এ বছর ১৩০টি আসন বাড়ানো হয়েছে।
ভর্তি-সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে। এ ছাড়া ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে admission@kuet.ac.bd তে ই-মেইল করা যাবে।