ভিন্ন ধারার চিন্তাকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষার্থীদের এমন উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বিশ্ববিদ্যালয় এরই মধ্যেই শুরু করেছে বিশ্বসেরা সিলেবাস সমৃদ্ধ শিক্ষা কার্যক্রম। বাংলাদেশে ২০১৩ সালে এই ইউনিভার্সিটি অনুমোদন পায়। বাংলাদেশের উন্নয়নে জার্মানের শিক্ষার ইতিবাচক দিক পর্যবেক্ষণ করে এ দেশে একটি নতুন ধারার সময়োপযোগী শিক্ষা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। আর এর জন্য প্রাধান্য পায় কর্মমুখী শিক্ষার কারিগরি দিক। এরই ধারাবাহিকতায় জার্মানের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন প্রোগ্রামের সিলেবাস ও কারিকুলাম যুক্ত হয় ইউনিভার্সিটিতে।
ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জার্মানিতে পড়তে গেলে অতিরিক্ত কোনো কোর্সে অংশগ্রহণ বা সময় ব্যয় করতে হবে না। এই ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রমে গবেষণাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি প্রোগ্রামে ব্যবহারিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রোগ্রামের সময়সীমার মধ্যে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করতে পারে। এ দেশে শিক্ষা খাতে বিশেষ অবদান রাখতে ইউনিভার্সিটিতে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেশ কিছুসংখ্যক অধ্যাপক ও গবেষক। আর এই লক্ষ্য বাস্তবায়নে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশকে বিশেষ পর্যায়ে উন্নীত করতে নেপথ্যে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধান উদ্যোক্তা, টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনের প্রফেসর ড. সাইফুল্লাহ খন্দকার, যিনি তার দীর্ঘদিনের মেধা ও অভিজ্ঞতা দিয়ে ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক কারিকুলামে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ইউনিভার্সিটি নয়টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। কোর্সগুলো হচ্ছে_ চার বছর মেয়াদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিবিএ, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (সম্মান), অর্থনীতি (সম্মান), সমাজবিজ্ঞান (সম্মান), ইংরেজি (সম্মান), এমবিএ প্রভৃতি।
এ ছাড়া চালু হয়েছে চার বছর মেয়াদি এনভায়রনমেন্টাল প্রোটেকশন টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, হিউম্যান হেলথ, অ্যানিমেল হেলথ এবং সাসটেইনেবল ক্রপস সায়েন্স। রয়েছে অত্যাধুনিক সুবিধা সংবলিত বিভিন্ন ল্যাবরেটরি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে শতভাগ পর্যন্ত টিউশন ফি মওকুফ। রয়েছে ছাত্র হোস্টেল এবং মেয়েদের জন্য মহিলা হোস্টেল ও আবাসনের ব্যবস্থা।
যোগাযোগ_ ৩৮ তেলিপাড়া, টিঅ্যান্ডটি রোড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর, গাজীপুর, ফোন-৯২৯৪৫১১-৮৮৭০৬৯৪। । www.gub.edu.bd
Sharing is caring!