জাবির ভর্তি পরীক্ষা শুরু আজ
- ক্যাম্পাস ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী। দুই হাজার ৩০টি আসনের বিপরীতে এ বছর ২ লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে। এ হিসাবে প্রতি আসনের জন্য ১০৯ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভর্তি পরীক্ষার প্রথম দিন ১৯ নভেম্বর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিদ্যাবিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (ইন্সটিটিউড অব ইনফরমেশন টেকনোলজি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ‘জি’ ইউনিট (আইবিএ-জেইউ) এবং সবশেষে ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও প্রতিদিন প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ৭টি শিফটে পরীক্ষা নেয়া হবে। প্রথম শিফট প্রতিদিন সকাল নয়টায় শুরু হবে এবং প্রতিদিনের পরীক্ষার ফলাফল ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/ admission থেকে জানা যাবে। শিফটভিত্তিক আসন বিন্যাসসহ ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।