স্নাতকোত্তর কোর্সে ভর্তির আবেদন শুরু
- ক্যাম্পাস ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড, এমপিএড, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ও এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপের আবেদন আজ বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে শুরু হয়েছে। ১৬ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি অথবা স্থান পেয়েও ভর্তি হননি, ভর্তি বাতিল করেছেন এবং যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সেসব প্রার্থী আবেদন করতে পারবেন।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	