বিশ্বপর্বে লড়বে জাবির প্রোগ্রামাররা
- মো. আসাদুজ্জামান
দেশের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রোগ্রামারদের এবার সময় এলো বিশ্বপর্বে অংশগ্রহণের। থাইল্যান্ডে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং (আইসিপি) প্রতিযোগিতায় অংশ নিতে আজ (১৪ মে ) ঢাকা ছাড়ছেন তারা। গন্তব্য থাইল্যান্ডের ফুকেটে শহর। যেখানে প্রতিযোগিতার মূল পর্বটি ১৫ই মে থেকে শুরু হয়ে চলবে ২০মে পর্যন্ত।
১২৮ টি দলের সঙ্গে লড়বেন জাবি’র ‘জেইউওএনকিউব’র তিন সদস্য- নিলয় দত্ত, রাইহাত জামান নিলয় এবং নাফিস সাদিক। কোচ এবং কো-কোচ হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে যাচ্ছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র ভারপ্রাপ্ত পরিচালক কে এম আক্কাস আলী এবং প্রাক্তন ভারপ্রাপ্ত পরিচালক ফজলুল করিম পাটোয়ারি।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে গত বৃহ:পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রতিনিধি দলটি ২০১৫ এবং ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।