টুম্পার ত্রিভুবন
- ক্যাম্পাস ডেস্ক
ছোটবেলা থেকে নাটকের প্রতি ছিল তাঁর ভীষণ ভালোবাসা। বড় হয়ে একজন ভালো নাট্য অভিনেত্রী হতে চান ফাতেমা-তুজ-জোহরা। তবে বন্ধুমহলে টুম্পা নামেই যার পরিচয়।
ফাতেমা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ পাঠ শেষ করে খুলনা বিএল কলেজে উদ্ভিদবিদ্যায় চতুর্থ বর্ষে পড়ছেন। ২০০৮ সালের বাংলাদেশ বেতার খুলনায় ‘যুবসম্ভার’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতেখড়ি। এরপর উপস্থাপনা, নাটক, আবৃত্তি ও বিতর্কের সঙ্গে যুক্ত করেন নিজেকে। পেয়েছেন বেশ কিছু পুরস্কার।
তিনি ২০০৮ সালের শেষের দিকে বেতারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। এরপর উদীচীতে আবৃত্তি ও নাটকে ভর্তি হন। ২০১০ সালে বাংলাদেশ বেতার খুলনা কর্তৃক আয়োজিত ‘সেরা নাট্যকণ্ঠ’ প্রতিযোগিতায় শীর্ষ ৫-এ স্থান করে নেন তিনি। ২০১২ সালে বিএল কলেজ থিয়েটারে ও ডিবেটিং ক্লাবে কাজ শুরু করেন। ২০১২ সালের ইউনাইড আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হন।
ফাতেমা বলেন, ২০১৩ সালের খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ও কলেজ স্বাধীনতা বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছিলাম। ওই বছর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করি।
সর্বশেষ ২০১৪ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছেন। ফাতেমা পছন্দ করেন বই পড়া, ভ্রমণ আর অপছন্দ করেন রাজনীতির নামে চলমান সহিংসতাকে। ফাতেমার স্বপ্ন, অভিনয়ের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা।