সিঙ্গাপুর যাচ্ছেন দুই শিক্ষার্থী
- ক্যাম্পাস ডেস্ক
দক্ষিণ এশিয়ার সৃজনশীল কর্মকান্ডের অন্যতম বড় উৎসব স্পাইকস এশিয়াতে অংশ নিতে আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের গোলাম রব্বানী এবং মার্কেটিং বিভাগের মেহজাবীন মোস্তফা । তারা দুজনেই বিশ্ববিদ্যায়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ রাত ১১:৫৫ মিনিটের ফ্লাইটে তারা সিংগাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।
এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম তাদের নিজস্ব উদ্যোগে সারাদেশের বিভিন্ন জায়গায় ইয়ুথফেস্ট বিষয়ক মোটিভেশনাল সেমিনারের আয়োজন করে। এতে বিজ্ঞান প্রযুক্তি ও তরুণ প্রজন্মের নানারকম খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সেসব সমস্যা সমাধানের জন্য নতুন নতুন ধারণা ইউথফেস্টে অংশগ্রহণকারী প্রতিযোগিদের কাছ থেকে নেওয়া হয়। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০০টির ও বেশি টিম এতে অংশগ্রহন করে। প্রাথমিক প্রতিযোগিতা শেষে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম হওয়া টিমগুলোকে নিয়ে গত ১৩ ও ১৪ই মে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গ্যালা রাউন্ড। এ রাউন্ড শেষে সারা দেশ থেকে মোট সাতটি চ্যাম্পিয়ন টিম স্পাইক এশিয়াতে অংশ নেয়ার সুযোগ পায়। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রব্বানীর টিম পুরো বাংলাদেশ থেকে গ্রীণ পাওয়ার টেকনোলজি ক্যাটাগরিতে প্রথম হয়।
এরকম আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী বেশ আনন্দিত এবং উচ্ছসিত। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মাঝে বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্ধে একটি যুগান্তকারী সুনাম বয়ে আনবে। এ ব্যাপারে উৎসবে অংশ নিতে যাওয়া গোলাম রব্বানী বলেন, ‘এটি একটি সৃজনশীলতার উত্সব এবং এ উৎসবে কোনো প্রতিযোগিতা হবে না। আমরা নিঃসন্দেহে এখান থেকে ভালো কিছু ধারণা নিয়ে আসতে পারবো।মূলত স্পাইক এশিয়ার মতো বড় উত্সবে অংশ নিতে পেরে আমরা বেশ আনন্দিত।’
উল্লেখ্য, আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সানটেক সিটিতে এ মহা উত্সব অনুষ্ঠিত হবে।