অনুমোদনবিহীন কোর্সে শিক্ষার্থী ভর্তি নিয়ে ইউজিসি’র সতর্ক বার্তা
- ক্যাম্পাস ডেস্ক
অনুমোদন ছাড়া বিভিন্ন কোর্স অথবা প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ভর্তির ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব কোর্সে ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদের সতর্কও থাকতে বলেছে ইউজিসি। রবিবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এমন সতর্কতা জারি করে ইউজিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অননুমোদিত কোর্স/প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির অসত্য তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে; যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন কাজ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারী বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউজিসির ওয়েবসাইটের (http://www.ugc.bd) মাধ্যমে অনুমোদিত কোর্স সম্পর্কে তথ্য নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।