চিত্রকলা নিয়ে চারকোল
- ক্যাম্পাস ডেস্ক
গত ২৫ সেপ্টেম্বর বিকেলে বাংলাাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মিলনায়তনে ঢোকার মুখেই বেশ কিছুটা জটলা দেখা গেল। দল বেঁধে শিক্ষার্থীরা ঢুকছেন, আবার কেউ কেউ বের হচ্ছেন। জটলাটা সে কারণেই। মিলনায়তনে ঢুকতেই মাথার ওপর ঝুলতে দেখা গেল নারকেলের খোলস দিয়ে বানানো চারটি বাতি; যার গায়ে খোদাই করে লেখা আছে—চারকোল।
চারকোল-রহস্যের সমাধান করতে সামনে পা বাড়াই। দোতলায় পা রেখেই দেখা গেল ফ্রেমে বাঁধা সারি সারি ছবি। ক্যামেরায় তোলা নয়, সব হাতে আঁকা। আর সবগুলোরই আঁকিয়ে বুয়েটের শিক্ষার্থীরা। হ্যাঁ, এই আঁকিয়ে শিক্ষার্থীরাই এক হয়ে একটি ক্লাব খুলেছেন। নাম দিয়েছেন চারকোল। সবার আঁকা ছবি একসঙ্গে করে একটি প্রদর্শনীরও আয়োজন করে ফেলেছেন। গত ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী চলল এই চিত্রকলা প্রদর্শনী। শুধু প্রদর্শনীই নয়, উপস্থিত দর্শনার্থীদের জন্য ছিল ক্যারিকেচার আঁকিয়ে নেওয়ার সুযোগও।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, মোট ৯২টি ছবি প্রদর্শিত হয়েছিল এবারের আয়োজনে। তবে জমা পড়েছিল শ-খানেক চিত্রশিল্পীর আঁকা দেড় শটির বেশি ছবি। প্রদর্শিত ছবির মধ্যে ছিল তৈলচিত্র, অ্যাক্রিলিক পেইন্টিং, পেনসিল স্কেচ, ডিজিটাল পেইন্টিং, ভাস্কর্য ও কাঠের কাজে ব্যবহৃত ছোট ছোট পেরেক দিয়ে তৈরি মানুষের প্রতিকৃতি। আরও ছিল এক শিল্পীর করা পিতল দিয়ে বানানো বঙ্গবন্ধুর প্রতিকৃতি। হবু প্রকৌশলীরা যে শুধু প্রকৌশলী হওয়ার দৌড়েই নন, আঁকাআঁকির কাজেও একেবারে কম যান না; তারই প্রমাণ মিলল প্রদর্শনীতে।
কথা হচ্ছিল চারকোলের সভাপতি তানভীর ইমতিয়াজের সঙ্গে। পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র তানভীর জানালেন চারকোলের আদ্যোপান্ত। ‘ছোটবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময়ে নিজে নিজেই বসে যাই কাগজ-পেনসিল নিয়ে। বুয়েটে এসে আবিষ্কার করলাম, আমার মতো আঁকিয়েদের সংখ্যা নেহাত কম নয়। ভাবলাম, সবাই মিলে একটি সংগঠন করলে কেমন হয়?’ তাঁর ভাবনায় সাড়া দিয়ে আজ ক্লাবের সদস্যসংখ্যা অর্ধশত।
এদিকে সংগঠনের নাম চারকোল দেওয়ার কারণ জানতে চাইলে তানভীর ইমতিয়াজ বলেন, ‘চারকোল শব্দের অর্থ কয়লা। প্রাচীনকালে প্রতিকূল পরিবেশেও কয়লা দিয়ে ছবি এঁকে মানুষ মনের ভাব প্রকাশ করত। বুয়েটে এত পড়াশোনার চাপের মধ্যে থেকেও যে শিল্পীরা তাঁদের শিল্পচর্চা ধরে রেখেছেন, ছবি আঁকছেন, তাই ঠিক করলাম তাঁদের নিয়ে সংগঠনটির নাম দেব চারকোল।’ গত বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে চিত্রকরদের অনুপ্রেরণায় এরই মধ্যে চারকোলের আয়োজনে দুবার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বুয়েটে।