মেডিকেলে পড়ার স্বপ্ন কি থেমে যাবে?
- ক্যাম্পাস ডেস্ক
সরকারি মেডিকেল কলেজে লেখাপড়ার সুযোগ পেয়েও দারিদ্র্যের কষাঘাতে এ স্বপ্ন পূরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মেধাবী আনিছুর রহমানের পরিবার। আনিছুর এ বছর বাংলাদেশ মেডিকেল কাউন্সিল পরীক্ষায় অংশ নিয়ে ৫০৪ নং সিরিয়ালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পড়ার সুযোগ পেয়েছেন। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছিলেন।
জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের দিনমজুর চাঁদ আলী প্রাং ও আসমা খাতুন দম্পতির চার সন্তানের মধ্যে আনিছুর ছোট।
সবার সহযোগিতা নিয়ে তিনি এ সাফল্য অর্জন করেছেন। চাঁদ আলী জানান, তার মাত্র ৪০ শতাংশ ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই। দিনমজুরি করে ২ ছেলের লেখাপড়ার খরচ চালানো সম্ভব নয় বলে জানান তিনি।
তাই অর্থাভাবে মেধাবী ছাত্রের চিকিৎসক হওয়া এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাই মেধাবী ছাত্র আনিছুরের বাবা ছেলের ডাক্তারী লেখাপড়ার জন্য দেশের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন।