ফলিং ওয়ালস ল্যাব প্রতিযোগিতায় প্রথম হুমায়ুন
- ক্যাম্পাস ডেস্ক
সম্প্রতি বুয়েটে অনুষ্ঠিত হয়েছে জার্মানভিত্তিক বিজ্ঞান সংগঠন ফলিং ওয়ালস ল্যাব বাংলাদেশের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আহমেদ ইমতিয়াজ হুমায়ুন। দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরায় সহায়তা করতে সক্ষম একটি যন্ত্রের উদ্ভাবন এবং বাজারে বিদ্যমান সমতুল্য ডিভাইসগুলোর চেয়ে কম দামে সেটি বাজারজাতকরণের সুযোগ ও সম্ভাবনা নিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করে এ পুরস্কার পান।
আগামী ৮ নভেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ফলিং ওয়ালস ল্যাবে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশের ৫টি ক্যাম্পাসে অ্যাক্টিভেশন প্রোগামের মাধ্যমে গত ১০ মে বুয়েটে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। সারা বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত শুক্রবার। প্রতিযোগিতায় বুয়েটের ওবায়দুর রহমান এবং সিমপ্লেক্স হাবের মো. রাহাতুর রহমান যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করেন।