তারুণ্যের ছায়া সংসদ
- ক্যাম্পাস ডেস্ক
মহান জাতীয় সংসদের আদলে অনুষ্ঠিতব্য ‘যুব ছায়া সংসদ’-এর তৃতীয় অধিবেশনটিতে দেশের ৩০০ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে ৩০০ জন যুবক (২৫ বছরের কম বয়সী) অংশ নিয়েছে। অনুষ্ঠিত ‘যুব ছায়া সংসদ’-এর মাধ্যমে বাংলাদেশে কর্ম অধিকার নিশ্চিতকরণের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা এবং সরকারে নীতি নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের জন্য এ বিষয়ে যুব ছায়া সংসদের ২২ জন সদস্য আলোচনায় অংশ নেন এবং নানাবিধ প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরেন।
আয়োজিত যুব ছায়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ অফিসের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম ওমর এমপি, প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন প্রফেসর ড. গোলাম রহমান; রাইট টু ফুড বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী, সেভ দ্য চিল্ড্রেনের সিনিয়র ম্যানেজর, ডিআরআর অ্যান্ড সিসিএ সৈয়দ মতিউল আহসান। এছাড়া আরও বরেণ্য ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের সম্মানিত প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যুব ছায়া সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গারের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম কাফি। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিশাত বিনতে রায়হান, বিরোধী দলীয় নেতা হিসেবে সেন্ট জোসেফ কলেজের রাইসুল মিল্লাত শাফকাত, শ্রম ও কর্ম-সংস্থান মন্ত্রী হিসেবে মিলিটারি ইনস্টিটিউটের শাহরিমা জান্নাত, খাদ্যমন্ত্রী হিসেবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বেনজীর আহমেদ দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ‘খাদ্য অধিকার’ আদায়ের দাবিতে ৩০ ডিসেম্বর ২০১৪ প্রথম, ১৭ অক্টোবর ২০১৫ তারিখে দ্বিতীয় এবং ১৬ মার্চ ২০১৬ তারিখে যুব ছায়া সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই যুব ছায়া সংসদ অধিবেশনসমূহের মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন এবং কর্ম অধিকার নিশ্চিতকরণের জন্য দাবি জানানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় চতুর্থ যুবছায়া সংসদ খাদ্য অধিকার অর্জনে ‘কর্মের অধিকার’ নিশ্চিতকরণের পথে বিরাজমান বাধাসমূহ অপসারণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।