‘ডিউক অফ এডিনবার্গ’স পুরষ্কার পেল ৫৪ শিক্ষার্থী
- ক্যাম্পাস ডেস্ক
চলতি বছর ‘ডিউক অফ এডিনবার্গ’স পুরষ্কার পেল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ৫৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার ব্রোঞ্জ ও সিলভার ক্যাটাগরিতে এ পুরষ্কার গ্রহণ করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউল্যাব ও ডিউক অফ এডিনবার্গ ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠান করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিউক অফ এডিনবার্গ’স এ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য নওয়াব খাজা হাবিবুল্লাহ আকসারি; গেস্ট অফ অনার হিসেবে রিজওয়ান বিন ফারুক, চেয়ারম্যান , এক্সিকিউটিভ কমিটি ডিউক অফ এডিনবার্গ ফাউন্ডেশন বাংলাদেশ ও প্রফেসর ড. কে এম শরিফুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্বের প্রায় ১৩১ টি দেশে তরুণদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে এই পুরষ্কার প্রদান করা হয়। লেখাপড়ার পাশাপাশি তরুণদেরকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব, উদ্যমী, সাহসী করে গড়ে তোলার জন্য এই পুরষ্কার প্রদান করা হয়।
সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইউল্যাবের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ইমরান রহমান। এ সময় ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।