ড্যাফোডিলে ‘পাজেল হান্ট’
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ জানুয়ারি আন্তর্জাতিক পাজেল দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে ড্যাফোডিল পাজেল হান্ট ২০১৭ অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি মিলনায়তনে ৩ জনের করে মোট ৪৫টি গ্রুপ (১৩৫ জন) প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুজাহিদুল ইসলাম পায়েল, তানভির অন্তু ও আলী মোহাম্মদ ইয়ালিয়ার দল। প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন যৌথভাবে তিনটি টিম। তারা হলেন শহীদুল ইসলাম শাকিল, সুমাইয়া জাহরা, শ্রেষ্ঠা খান, শরীফ আহমেদ খান, মো. পরাগ হোসেন, সুমাইয়া তাইরিন, মঈন কবীর, বোরহান উদ্দিন মিরাজ ও আনিকা রহমান এবং ৩য় স্থান যৌথভাবে অর্জন করেন দুইটি টিম। তারা হলেন মো. শহিদুল হোসেন, পল কোরাইয়া, ফয়সাল কবীর, সাহেদ ইসলাম, নাহিদ ইসলাম ও আরমান সেতু।
বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর শাহনেওয়াজ মজুমদার, ডেপুটি একাডেমিক ডিরেক্টর সরোয়ার হোসেন মোল্লা। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির সিনিয়র শিক্ষক নাজমুল হক, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহাম্মাদ, নাজরানা হক ও নাছিমুল কাদের। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন মাজহারুল হক মাছুম।