নৃত্য জগতে বিপ্লব ঘটাতে চান আলিফ
- ক্যাম্পাস ডেস্ক
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেজেছিল বাহারি আলোয়। সাভার থেকে জ্যাম ঠেলে সেখানে উপস্থিত হলেন আলিফ। চমৎকার সাজসজ্জা আর অডিটোরিয়ামের জমকালো স্টেজ দেখে নিমেষেই সব ক্লান্তি মুছে যায় তার। অতিথি, দর্শক আর ক্যামেরাম্যানদের সরব উপস্থিতিতে এক জমজমাট শুভক্ষণের প্রহর গুনছে সবাই। মুহূর্তেই আলিফের মুখে এক অন্য রকম ভালো লাগার ছাপ চলে এলো। কারণ, একটু পরই যে তাকে পুরস্কার দেওয়া হবে এখানেই। হ্যাঁ, জগতের সব ভুলে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬-এর সৃজনশীল একক নৃত্যের পুরস্কার নেওয়ার জন্য আলিফ এখন প্রস্তুত। বলছিলাম ১১ এপ্রিলের কথা। আলিফের হাতে ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান, ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তুলে দেন বই, সনদ ও ক্রেস্ট। সঙ্গে মুহুর্মুহু করতালি আর ক্যামেরার ক্লিক ক্লিক …। এমন রোমাঞ্চিত সময়ের সঙ্গে বেশ পরিচিত আলিফ। তবু নতুন করে উপভোগ করেন। নৃত্যকে ভালোবাসেন ছোটবেলা থেকেই। অনেক পুরস্কার জিতেছেন এই নৃত্যেই। ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে পড়লেও ধ্যান-জ্ঞানে নৃত্যের কমতি নেই একটুও। বিশ্ববিদ্যালয়ের নৃত্য সংগঠন ‘কালবৈশাখী’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ড্যান্স শেখা, শেখানো এবং বিভিন্ন ড্যান্সের প্রতিযোগিতায় অংশগ্রহণই প্রাত্যহিক রুটিন তার। আশ্রম নামে একটি আর্ট পারফর্মিং স্কুল খুলেছেন মাস দুয়েক হলো। দলীয় নৃত্যে তার নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিকবার পুরস্কার জিতেছে বিভিন্ন প্রতিযোগিতায়। এককভাবেও চ্যাম্পিয়ন হয়েছেন নিজে। বিটিভির সুবর্ণজয়ন্তীতে ২০১৫ সালে একক নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করেন। চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫তেও পুরস্কার জিতেছেন। ২০১৪ সালে ইউজিসি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য বিভাগের গ্রুপ পর্বে দল চ্যাম্পিয়ন এবং একক নৃত্যে ফার্স্ট রানারআপ হন। আইডল হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের বিখ্যাত ড্যান্সার আকরাম খানকেই পছন্দ। বিভিন্ন দেশে কালচারাল ফেস্টিভালে বাংলাদেশের হয়ে নৃত্য পরিবেশন করেও সম্মাননা লাভ করেছেন বেশ কয়েকবার। আন্তর্জাতিক মানের ড্যান্স স্টুডিও এবং একাডেমি গড়ে তুলে দেশের ড্যান্স সেক্টরে বিপ্লব ঘটাতে স্বপ্ন দেখেন।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	