চীনের সরকারি বৃত্তি পেলেন তারিকুল
- সুকোমল কুমার প্রামাণিক
ভালো একাডেমিক ফল এবং বিশ্ববিদ্যালয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ চীনের হুনান প্রদেশের সর্বোচ্চ প্রাদেশিক সরকারি বৃত্তি পেয়েছেন বাংলাদেশের এস এম তারিকুল ইসলাম। তাঁর বাড়ি নওগাঁর রানীনগরে।
বিশ্ববিদ্যালয়ে য়ুনথাং ক্যাম্পাসের আন্তর্জাতিক কলেজে বর্ণাঢ্য স্নাতক সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রতি তারিকুল ইসলামের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।
তারিকুল ইসলাম রানীনগর উপজেলার সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামের মো. বুলেট হোসেন ছেলে। ১৯৯৮ সালের ১২ এপ্রিল জন্মগ্রহণ করেন তারিকুল। বাবা রানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও রানীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার শিক্ষক। মা মোছা. সুলতানা মোফতারুন বেগম শিক্ষক।
তারিকুল ইসলাম ২০১৫ সালে রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে ঢাকার সাভার ল্যাবরেটরি কলেজ থেকে এইচএসসি পাস করেন। সাভার ল্যাবরেটরি কলেজে ভালো ফলের জন্যও পুরস্কার পেয়েছেন তিনি। তারিকুল ইসলাম স্কলারশিপ নিয়ে চীনের হুনান প্রদেশের চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি পড়তে চীনে যান।
চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশায় অবস্থিত চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে স্নাতক সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগে ভালো ফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় ও হুনান প্রদেশ কর্তৃপক্ষ তারিকুল ইসলামকে সর্বোচ্চ প্রাদেশিক সরকারি বৃত্তি প্রদান করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আন্তর্জাতিক কলেজের ডিন, ডেপুটি ডিন, পরিচালক, ডেপুটি পরিচালক, শিক্ষকসহ অন্যরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের উদ্দেশ্যেই মূলত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারিকুল ইসলাম তাঁর এই অসাধারণ সাফল্যের মাধ্যমে বিদেশের মাটিতে উজ্জ্বল করেছেন বাংলাদেশকে।
সূত্র: প্রথম আলো