ঝালকাঠিতে আউটসোর্সিং প্রশিক্ষণ
- ফ্রিল্যান্সার্স ডেস্ক
দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে গতকাল থেকে ঝালকাঠিতে শুরু হয়েছে ৫০ দিনব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় চলা এ প্রশিক্ষণে গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং শেখানো হবে।
প্রশিক্ষণপ্রাপ্তদের পরে আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করারও সুযোগ দেওয়া হবে। দুটি ব্যাচে ৫০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন