ওয়ার্ডপ্রেস : ঘরে বসেই আয় করি (পর্ব-১)

ওয়ার্ডপ্রেস : ঘরে বসেই আয় করি (পর্ব-১)

  • এস এম রাসেল

আরও অন্য দশজন স্কুল কিংবা কলেজ পড়ুয়া ছাত্রদের মতো আপনিও আপনার মূলবান সময়টুকু ব্যয় করছেন ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন রকম সামাজিক যোগাযোগের সাইটে। একবার ভাবুনতো যে সময়গুলো আপনি সামাজিক সাইটে ব্যয় করেছেন কোনো কাজে আসছে কিনা? আপনার জীবন থেকে চলে গেছে কয়েকটি বছর। অথচ আপনি চাইলেই পারতেন অন্য ১০ জনের মতো অনলাইনে আয় করে যারা এখন হাজার-হাজার থেকে লাখ-লাখ টাকা উপার্জন করছেন।চলুন আর সময় নষ্ট না করে এখনই আপনার মূল্যবান সময় কাজে লাগান।ওয়ার্ডপ্রেসের কাজ শিখে ঘরে বসেই উপার্জন করুন লাখ লাখ টাকা।


ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস হল ফ্রি এবং ওপেনসোর্স ব্লগিং টুল এবং PHP ও MySQL দ্বারা তৈরি করা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। প্রচুর ফিচারের কারণে এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে এটি পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে। অ্যালেক্সা র‍্যাংকিংয়ের ভিত্তিতে শীর্ষ ১ লক্ষ ওয়েবসাইটের ১৬.৭% ওয়ার্ডপ্রেস দ্বারা গঠিত। ওয়ার্ডপ্রেস.অর্গ আপনি ডাউনলোড করে আপনার হোস্টে আপলোড করে ইচ্ছামত কাস্টোমাইজ করতে পারবেন। প্লাগিন থেকে শুরু করে থিম, ভাষা যাবতীয় সবকিছুই আপনার মনের মত করে সাজাতে পারবেন। তবে অ্যাডভান্সড কাজের জন্য অবশ্যই কোড সম্পর্কে টুকিটাকি কিছু জানার দরকার। তবে প্রিলিমিনারি কাজের জন্য ক্লিক করা ও বোঝার ক্ষমতা থাকাই যথেষ্ট।

ওয়ার্ডপ্রেস কেন?

ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি মুক্ত সফটওয়্যার যা পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য কোন লাইসেন্স ক্রয় করতে হয়না কারন এটি একদম বিনামূল্য। ওয়ার্ডপ্রেস এর থিম ডাইরেক্টরি তে প্রচুর থিম আছে যার মধ্যে প্রায় সবগুলোই বিনামূল্য। এছাড়াও রয়েছে ওয়ার্ডপ্রেস এর প্লাগিন ডাইরেক্টরি এবং এখানেও রয়েছে অসংখ্য ওয়ার্ডপ্রেস প্লাগিন যার মধ্যে প্রায় সবগুলোই বিনামূল্যে পাওয়া যায়।তাছাড়া বিভিন্ন লেখক অনেক ধরনের প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগিন তৈরি করেছেন যা আপনি সুলভ মূল্যে ক্রয় করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর জন্য ব্যবহার করতে পারবেন।  যদি আপনি ওয়ার্ডপ্রেস জানেন তাহলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমনঃ HTML, CSS, Java Script, Php, and Mysql ইত্যাদি না জানলেও কাস্টোমাইজ করে কাজ করতে পারবেন।তবে জেনে নেওয়া ভাল, আপনার কাজে সাহায্য করবে। এছাড়াও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইন্টারনেটে ফ্রীল্যান্সিং পেশার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে যেকোন ধরনের সাহায্য দরকার হলে আপনি সবসময় ফোরাম এ পাবেন। যারা খুব দ্রুত এবং সহজে আপনার সমস্যা সমাধান দেবে।

ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে কি কি প্রয়োজন?

ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে একটি পিএইচপি ও মাইএসকিউএল সমর্থন করে এই রকম একটি সার্ভার (হোস্ট)। ডোমেইন ও নিজের কিছু মেধা ।

সার্ভার (হোস্ট) কি?

বেশির ভাগ লোকই ডোমেইন কি তা জানে তবে অনেকে হোস্টিং কি তা বুঝতে পারে না । আপনি যদি একটি ডোমেইন কিনেন অবশ্যই তার জন্য একটি হোস্টিং কিনতে হবে। আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে রাখতে হবে। এর জন্য দরকার আপনার হোস্টিং কোম্পানি । কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট । আজকের কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন । সহজ ভাষায় বলা যায়, ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে। ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা , ওয়েব ডেভেলপারের কাজ। আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত । উদাহরণ হিসেবে বলতে পারি। যেমন, ডোমেইন হচ্ছে একটি বাড়ির নাম। আর হোস্টিং হচ্ছে বাড়ির ভিতরে যা কিছু রাখা হয় সবই হোস্টিং।  হোস্টিং এর জন্য সবচেয়ে ভালো ও জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স এবং হোস্টিং কন্ট্রোল প্যানেল হচ্ছে সিপ্যানেল (cPanel)।

ডোমেইন কি?

সহজ ব্যপার! ডোমেইন হচ্ছে একটি নাম যে নামে আপনার ওয়েব সাইটকে সকলে চিনতে পারবে। প্রতিটা জিনিস এর যেমন নাম আছে তেমনি আপনার ওয়েব সাইটের ও একটি নাম রাখা প্রয়োজন। আর সেই নামকেই ডোমেইন বলা হয়। তাহলে আপনারা বুঝে গেছেন সার্ভার (হোস্ট) ও ডোমেইন কি? নিশ্চয় বুঝে গেছেন। তাহলে এবার দেখা যাক কিভাবে আপনার সার্ভার (হোস্ট) ও ডোমেইন কে একত্রিত করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েব সাইট তৈরি করা যায়। প্রথমে আপনাকে একটি ডোমেইন নিতে হবে। ডোমেইন নেয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু অর্থ প্রদান করতে হবে কারন আপনি চাইলেই এই ডোমেইন নিজ থেকে তৈরি করতে পারবেন না। তবে কিছু কোম্পানি ফ্রি ডোমেইন প্রদান করে থাকে আপনি তাদের ওয়েব সাইট থেকে ডোমেইন সংগ্রহ করতে পারেন।

ফ্রি ডোমেইন এর কিছু ওয়েব সাইট:

  • http://co.cc/
  • http://cc.cc
  • http://cu.cc
  • http://cz.cc
  • http://www.dot.tk

এবার আপনাকে একটি সার্ভার (হোস্ট) নিতে হবে। ডোমেইন এর মত এটার জন্যও কিছু অর্থ প্রদান করতে হয়। তবে এর জন্যও বেশ কিছু ওয়েব সাইট যেখানে আপনার ওয়েব সাইট এর সকল তথ্য রাখার জন্য কিছু অংস ওয়েব হোস্টিং বিনামূল্যে প্রদান করেন।

ফ্রি ওয়েব হোস্টিং এর কিছু ওয়েব সাইট:

  • http://www.x10hosting.com/
  • http://byethost.co
  • http://www.freehostia.com/
  • m/free-hosting/
  • http://webbd.info/
  • http://www.000webhost.com/
  • http://dhmart.info/
  • http://www.mister.net/free-web-hosting/index.htm

তবে মনে রাখবেন দুধের সাধ কোনদিন ঘোল দিয়ে মিটানো যায় না। তাই ফ্রি হোস্টিং ও ডোমেইন এর চেয়ে কিছু টাকা দিয়ে হলেও কিনে নেয়াই ভালো। কারন কেনা হোস্টিং এ আপনি সাপোর্ট পাবেন এর ফ্রি হোস্টিং এ সাইট বন্ধ হয়ে গেলেও আপনার কিছু করার থাকবে না। অ্যাড: আমার কাছ থেকেও উন্নত মানের হোস্টিং নিতে পারেন । সাথে ডোমেইন ও নিতে পারেন ।

ডোমেইন যেভাবে নিবেন:

উপরের লিস্ট থেকে একটি ফ্রি ডোমেইন কোম্পানি পছন্দ করুণ। অথবা টপ লেভেল ডোমেইন কিনে নিন।  ডটটিকে ওয়েব সাইট ওপেন করুণ এবং আপনি যে নামের ডোমেইন নিতে চান তা ফাকা স্থানে লিংকে GO বাটনে ক্লিক করুণ। অথবা সরাসরি https://wordpress.com গিয়ে ইমেইল ব্যাবহার করে একটি ব্লগ খুলে নিতে পারেন। এখানে একসাথে ডোমেইন এবং হোস্টিং দুটিই পাবেন।

পরবর্তী পর্বে শিখতে পারবেন কীভাবে ওয়ার্ডপ্রেসে থিম কাস্টোমাইজ করা যায়।

কোথায় শিখবেন ওয়ার্ডপ্রেস :

বাংলাদেশে বেশকিছু প্রতিষ্ঠানে ওয়ার্ডপ্রেস শেখানো হয়; তাদের মধ্যে উল্লেখযোগ্য ড্যাফোডিল ইন্সটিটিউট অব অাইটি। এখানে ওয়ার্ডপ্রেস-সহ অন্যান্য ওয়েব ডেভলপমেন্ট বিষয়ক কোর্স করার সুযোগ রয়েছে। বিভিন্ন মেয়াদে এসব কোর্স করার জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় : ডিঅাইআইটি, ১৯/১, পান্থপথ, ঢাকা। ওয়েবসাইট : www.diit.info

এছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব কোর্স করানো হয়।

সূত্র : একাধিক ওয়েবসাইট favicon59

Sharing is caring!

Leave a Comment