৩৭তম বিসিএস : শেষ ৩ দিনের প্রস্তুতি

৩৭তম বিসিএস : শেষ ৩ দিনের প্রস্তুতি

  • ক্যারিয়ার ডেস্ক

বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার প্রথম ধাপ প্রিলিমিনারি টেস্ট। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে। মনে রাখবেন, একটা অসাধারণ অলরাউন্ড প্রস্তুতি পৌঁছে দেবে আপনার অভীষ্ট লক্ষ্যে। ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির কথা জানাচ্ছেন ৩৪তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় শাহ মোহাম্মদ সজিব


বাংলা ও সাহিত্যের ভাষা অংশে প্রশ্ন করা হবে প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস থেকে। সাহিত্যে প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগ থেকে প্রশ্ন থাকবে। মধ্যযুগের বিখ্যাত রচনা, বিভিন্ন কাব্যের চরিত্র থেকে প্রশ্ন আসতে পারে। আধুনিক যুগের কবি-সাহিত্যিকদের জীবনকাল ও রচনা এবং বইয়ের বিখ্যাত উক্তি বা পঙ্ক্তিও জানতে হবে। সাহিত্য থেকেও প্রশ্ন আসে। প্রশ্ন করার সময় দুটি অংশই সমান গুরুত্ব পায়। ব্যাকরণের জন্য ভালো মানের দু-একটি বই পড়লেই চলে। ইংরেজি ভাষা ও সাহিত্যে Language অংশে প্রশ্ন করা হবে Parts of Speech, Idioms & Phrases, Clauses, Correction, Sentence & Transformation, Word ও Composition থেকে। Literature অংশে সাহিত্যিকদের জীবন ও কর্ম থেকে প্রশ্ন করা হতে পারে। অনেক শিক্ষার্থীই ইংরেজিকে ভয় পায়। তবে বেসিক ভালো হলে ইংরেজিতে ভালো করা খুব একটা কঠিন হবে না। Preposition, Idioms & Phrases, Spelling, Fill in the Gaps, Synonyms, Antonyms থেকে প্রশ্ন থাকে বেশি। গণিতে লাভ ও ক্ষতি, বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ, সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা, রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা থেকে প্রশ্ন থাকবে। আয়ত্ত করতে হবে কম সময়ে গণিতের সমাধান করার কৌশল।

মানসিক দক্ষতা থেকে প্রশ্ন করা হবে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক ও সংখ্যাগত ক্ষমতা থেকে। বিগত বছরের প্রশ্ন দেখলে প্রস্তুতি সম্পর্র্কে একটি ধারণা পাওয়া যাবে। সাধারণ বিজ্ঞান অংশে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। গুরুত্ব বুঝে বইয়ের প্রায়োগিক বিষয়গুলো দাগিয়ে পড়লে তা পরীক্ষায় বেশ কাজে দেবে। বাংলাদেশ বিষয়াবলিতে প্রশ্ন করা হবে বাংলাদেশের জাতীয় ইতিহাস, কৃষিজ সম্পদ, জনসংখ্যা, অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, সংবিধান, রাজনৈতিক ও সরকার ব্যবস্থা, জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র ও গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়ে। লিখিত পরীক্ষার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, প্রিলিমিনারির জন্য সেভাবে প্রস্তুতি নিলে ধারণা তৈরি হয়। সাম্প্রতিক বাংলাদেশ প্রসঙ্গ থেকে অনেক প্রশ্ন থাকে। আন্তর্জাতিক বিষয়াবলিতে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি থেকে এবং আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে প্রশ্ন থাকবে।

বিভিন্ন জাতীয় দৈনিকের আন্তর্জাতিক পাতা পড়লে প্রস্তুতিতে অনেক কাজে আসে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি একটু মনোযোগ দিলেই এগুলোতে ভালো করা যাবে। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ভূগোল বলতে যা আছে, সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আঞ্চলিক ভূগোল। এতে বাংলাদেশের সীমানা, সীমান্তবর্তী জেলা, ভূ-প্রকৃতি গুরুত্বপূর্ণ। কোন জেলায় কোন প্রাকৃতিক সম্পদ, খনিজসম্পদ পাওয়া যায়, এসব দেখতে হবে। ঘূর্ণিঝড়ের সংকেতগুলোর অর্থ (যেমন ১নং, ২নং সংকেত), অতীতের ঘূর্ণিঝড়গুলোর নাম ও নামের অর্থও আসতে পারে। এ ছাড়া বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, সাম্প্রতিক সমুদ্র বিজয়, সমুদ্রসৈকত, নদনদী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।

এই অংশে ভালো করার জন্য মাধ্যমিকের ভূগোল পড়া থাকলে কাজে দেবে। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নবম-দশম শ্রেণির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অধ্যায়টি ভালো করে পড়তে হবে। কম্পিউটারের সিলেবাসটি অনেক বিশাল, তবে খুব গভীর বা জটিল নয়।

সিলেবাসে দেওয়া বেশিরভাগ অধ্যায়ই নবম-দশম শ্রেণির কম্পিউটার বইয়ে আছে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়টিও সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। মূল্যবোধের শিক্ষা, সুশাসনের সংজ্ঞা, ব্যক্তিজীবন তথা সমাজ ও জাতীয় আদর্শ বিনির্মাণে মূল্যবোধের শিক্ষা, সুশাসনের গুরুত্বসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন থাকতে পারে।

সূত্র: সমকালfavicon59

Sharing is caring!

Leave a Comment