সফলতার জন্য দরকার বিশেষায়িত দক্ষতা
- ক্যারিয়ার ডেস্ক
আইটি সেক্টরের বিভিন্ন ধরনের শাখা যেমন- অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র ও আর্কিটেক্চার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই স্বপ্নময় সম্ভাবনা সমৃদ্ধ, কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এ ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) প্রয়াসকে ব্যতিক্রম বলা যেতে পারে। সাফল্যের সঙ্গে শত শত শিক্ষার্থীকে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক-যুবমহিলাদের দক্ষ জনবল আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে দীপ্তিতে বছরমেয়াদি প্রফেশনাল কোর্সগুলোতে ছাত্রছাত্রী ভর্তি চলছে।
কোর্সগুলো
ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, ডিপ্লোমা ইন থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফ-এক্স, ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন, ডিপ্লোমা ইন হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ওয়েব অ্যান্ড ই কমার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এ ছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রো মিডিয়া ফ্লাস, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল আউটসোর্সিং অন গ্রাফিক্স/ অ্যানিমেশন/গেম ডিজাইন, হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক সার্টিফিকেশন, সিসিএনপি, উইন্ডোজ সার্ভারবার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা-ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সিসিএনএ, লিনাক্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স। প্রতি বছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল/বিকেল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামগুলোয় ভর্তি নেওয়া হয়।
যোগাযোগ : ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা। ফোন :৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭।