মাল্টিমিডিয়ায় প্রশিক্ষণ নিন
- ক্যারিয়ার ডেস্ক
তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থ–সামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন খাতের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। সাম্প্রতিক সময়ে মাল্টিমিডিয়ার ব্যবহার অনেক বেশি হওয়ায় এই বিষয়ের উপরেও দীপ্তির রয়েছে প্রফেশনাল প্রশিক্ষণ। বর্তমানে এই বিষয়সংশ্লিষ্ট প্রফেশনাল কোর্সগুলোতে বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর ) এবং ৩টি শিফটে (সকাল/বিকাল/সান্ধ্যকালীন) ভর্তি করা হয়। এসব কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, ডিপ্লোমা ইন থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স এবং ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন। ০১৭১৩৪৯৩২৩৩, ৯১০৪৪৬০ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে বিস্তারিত সব তথ্য জেনে নিতে পারবেন।
বর্তমানে দেশে নতুন নতুন সব বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ রয়েছে প্রায় ৬০০টি রিয়েল এস্টেট কোম্পানি এবং অসংখ্য মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ। এসব প্রতিষ্ঠানের জন্যই প্রয়োজন আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা প্রচুর দক্ষ জনবল। তাই এসব কোর্স চালু করেছে দীপ্তি। এ ছাড়াও এখানে রয়েছে ৩–৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইনের উপর সার্টিফিকেট কোর্স। কোর্সগুলি সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্স শেষে রয়েছে বাধ্যতামূলক বাস্তব কাজের প্রজেক্ট ওয়ার্ক এবং ১ থেকে ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ। দীপ্তি পরিচালিত কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। এ ছাড়াও রয়েছে মেয়েদের জন্য ২৫% ছাড়। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে।
যোগাযোগ :৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা–১২০৫।