বাণিজ্য মেলায় চাকরি করবেন?

বাণিজ্য মেলায় চাকরি করবেন?

  • ক্যারিয়ার ডেস্ক

বাণিজ্য মেলা আসন্ন। নতুন বছরের শুরুর দিন থেকেই শুরু হওয়ার কথা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সেই লক্ষ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। গড়ে প্রতি বছর দেশী বিদেশী ৫ শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে থাকে। স্টলগুলোতে নিজস্ব পণ্যের পসরা সাজিয়ে বসে। এসব পণ্য বেচাকেনার ও ক্রেতার সামনে পণ্যের গুণাগুণ তুলে ধরতে প্রয়োজন হয় কর্মীর। প্রতিষ্ঠানগুলোর স্থায়ী কর্মী দিয়ে মেলায় সেবা দেয়া সম্ভব হয়ে উঠে না। প্রয়োজন হয় একঝাঁক চৌকস খণ্ডকালীন কর্মীর। তাই প্রতি বছর বিভিন্ন স্টলে কয়েক হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়ে থাকে। সংশ্লিষ্টরা জানান, মেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই শুরু করেছে তাদের খণ্ডকালীন কর্মী নিয়োগ-প্রক্রিয়া। বাণিজ্য মেলায় যারা খণ্ডকালীন ভিত্তিতে কাজ করতে চান, তাদের জন্য সুখবর। চারটি বড় প্রতিষ্ঠান খণ্ডকালীন কর্মী নেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানে এক মাসের জন্য মোট ২৪৫ জনবল নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি দেখে নিজের পছন্দমতো পদ ও প্রতিষ্ঠানে যোগাযোগ করে যোগ দিতে পারেন আপনিও।

আরএফএল গ্রুপে ১৫০ জন : বাণিজ্য মেলা উপলক্ষে আরএফএল গ্রুপ ‘ব্র্যান্ড প্রোমোটর’ হিসেবে খণ্ডকালীন ভিত্তিতে ১৫০ জনকে নিয়োগ দেবে। ব্র্যান্ড প্রোমোটর হিসেবে আবেদনের জন্য আবেদনকারীকে অন্তত স্নাতকপড়ুয়া হতে হবে। এছাড়া আবেদন করতে পারবেন ফ্রেশ গ্রাজুয়েটরাও। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ব্র্যান্ড প্রোমোটর হিসেবে আবেদনের জন্য আবেদনকারীকে পণ্য উপস্থাপন ও বিক্রয়ে পারদর্শী, ক্রেতার সঙ্গে দর-কষাকষিতে দক্ষ, স্মার্ট, পণ্য সম্পর্কে ক্রেতাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করার ক্ষমতা, সুন্দর উচ্চারণ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে বিডিজবস ডট কম-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বেঙ্গল গ্রুপে ৫০ জন : বাণিজ্য মেলার জন্য সেলস প্রমোটর নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বাণিজ্য মেলার জন্য চুক্তিভিত্তিক পদটিতে ৫০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের যোগ্যতা স্নাতক। প্রার্থীকে হতে হবে স্মার্ট ও উদ্যমী। দলগতভাবে কাজ করার মানসিকতা ও নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত কাজ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসডটকমের (http://jobs.bdjobs.com/jobdetails.asp?id=674324&ln=3) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর।

কোকোলায় ৩০ জন : কোকোলা ফুড প্রোডাক্টস সেলস প্রমোটর (মহিলা ও পুরুষ) পদে কর্মী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। প্যাভিলিয়নের জন্য সেলস প্রমোটর পদে ৩০ জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। বাণিজ্য মেলার স্টলে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানবসম্পদ বিভাগ, ফুড প্রোডাক্টস লি., ইসলাম লজ, বাড়ি নম্বর ১৪, রোড নম্বর ১৬/এ, গুলশান, ঢাকা-১২১২।

লাভায় ১৫ জন : বাণিজ্য মেলায় ‘ট্রেড ফেয়ার ভলান্টিয়ার’ হিসেবে খণ্ডকালীন ভিত্তিতে ১৫ জন কর্মী নিয়োগ দেবে লাভা ইন্টারন্যাশনাল (এইচ.কে) লিমিটেড। ট্রেড ফেয়ার ভলান্টিয়ার হিসেবে আবেদনের জন্য আবেদনকারীকে অন্তত এইচএসসি পাস হতে হবে। সেই সঙ্গে বিক্রয়, মার্কেটিং, পাবলিক রিলেশন, টেলি মার্কেটিংসহ সংশ্লিষ্ট খাতে থাকতে হবে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতাও। আগ্রহীদের অনলাইনে applytolava—gmail.com এই ঠিকানায় ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
 
বেতন-ভাতা : খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্য মেলায় এক মাস খণ্ডকালীন চাকরিতে প্রচুর পরিশ্রম করতে হয়। কর্মীরা প্রতিষ্ঠানভেদে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। এর বাইরে কেউ চাইলে এক মাসের কাজের অভিজ্ঞতা সনদও দেয়া হয়, যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা অন্য কোথাও চাকরির ক্ষেত্রে আবেদনপত্রে অভিজ্ঞতা হিসেবে দেখানো যায়। তবে উল্লেখিত চারটি প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।favicon59-4

Sharing is caring!

Leave a Comment