ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সামিট
- ক্যারিয়ার ডেস্ক
স্নাতকদের চাকরি প্রার্থীতার যোগ্যতা ও আন্ত:ব্যাক্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সামিট অন এমপ্লয়াবিলিটি অ্যান্ড সফট স্কিল’ শীর্ষক সামিটের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী ২৩ থেকে ২৫ মার্চ আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ সামিট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, দেশে অনেক চাকরির ক্ষেত্র থাকলেও যোগ্য প্রার্থী নেই। চাকরিদাতারা বলেন, চাকরিপ্রার্থীদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা আছে বটে তবে তাদের চাকরিক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতার বড্ড অভাব। তাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোগ নিয়েছে এই অভাব দূরিকরণের। আমরা মনে করি, এই সামিট চাকরিপ্রার্থীদের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।
উপাচার্য আরও বলেন, ‘সামিটের মূলত তিনটি অংশ। এক. গবেষণা প্রবন্ধ উপস্থাপন, দুই. দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং তিন. সামিটে অংশগ্রহণকারীদের মধ্যে পরষ্পর গবেষণা প্রবন্ধ বিনিময়।’
সামিটের আহ্বায়ক এবং হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী বলেন, সামিটে উপস্থাপিত গবেষণা প্রবন্ধের মধ্য থেকে সেরা প্রবন্ধকে এক হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারীরা ক্রেস্ট ও সনদ পাবেন। সামিটের বিস্তারিত জানতে লগইন করতে পারেন এই ঠিকানায়: http:// summit2017.daffodilvarsity.edu.bd
সংবাদ সম্মেলনে জানানো হয়, সামিটে দেশ বিদেশের ক্যারিয়ার বিশেষজ্ঞরা অংশ নেবেন। সামিটের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অব বিজনেস লিডারশিপ, হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডি), জবসবিডি ডটকম ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. তৌহিদ ভুইয়া, স্টুডেন্টস অ্যফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুম ইকবাল এবং ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক আবু তাহের খান।