৫০০ কর্মসূচি সংগঠক নেবে ব্র্যাক
- ক্যারিয়ার ডেস্ক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি কর্মসূচি সংগঠক (দাবি) পদে ৫০০ জন নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদন করা যাবে আগামী ৯ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর পাস। শিক্ষাজীবনের যেকোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য, তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ ২ থাকতে হবে। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পদটিতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক-মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD# ১০/১৭ উল্লেখ করতে হবে।
চূড়ান্তভাবে মনোনীত এ পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাসিক ১৩ হাজার ৩৮ টাকা অথবা ১৪ হাজার ৯৪৬ টাকা অথবা ১৯ হাজার ৬৯০ টাকা বেতন দেওয়া হবে। মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হবে (যোগদানের ৬ মাস পর ফেরতযোগ্য) বলে বিজ্ঞপ্তিতে বলা আছে। এ ছাড়া উৎসব ভাতা, আনুতোষিক, প্রদেয় বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, স্বাস্থ্য এবং জীবনবিমা ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিজ জেলা বা সুবিধাজনক স্থানের নিকটবর্তী ব্র্যাক শাখা কার্যালয়ে কাজ করতে হবে।