কর্মক্ষেত্রে সুনাম অর্জন
রবিউল কমল : কর্মক্ষেত্রে নিজের একটি ভালো “ইমেজ” প্রত্যেক মানুষেরই প্রত্যাশিত। যদি বসের কাছে আপনার একটি ভালো অবস্থান তৈরি হয়, যদি তাঁর ওপরে একটি ভালো প্রভাব ফেলতে পারেন, তবে নিঃসন্দেহে বস আপনাকে দিয়েই গুরুত্বপূর্ণ কাজগুলো করাবেন। এতে করে আপনার প্রমোশন পাওয়া সহজ হবে। পাশাপাশি আপনার ক্যারিয়ার হবে অনেক বেশি আনন্দময়। আসুন জানা যাক, কীভাবে বসের কাছে কিংবা নিজের প্রতিষ্ঠানে আপনি সুনাম অর্জন করতে পারবেন।
১। সবসময় শিষ্টাচার বজায় রাখুন
শিষ্টাচার অবশ্যই বস ও সহকর্মীর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। শিষ্টাচার বজায় রাখলে নিঃসন্দেহে কর্মক্ষেত্রে আপনার একটি সুনাম তৈরি হবে। ইমেইল পাঠানো থেকে আরম্ভ করে ফোনে কথা বলা পর্যন্ত সব কিছুর মধ্যে নিয়ম মানার চেষ্টা করুন। সুন্দর ব্যবহার ছাড়া কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না।
২। ভুল স্বীকার করুন
কোনো কাজে ভুল করলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে অবশ্যই সহজভাবে স্বীকার করুন। কখনোই নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। সহজভাবে দোষ স্বীকার করলে কখনোই আপনার ইমেজ খারাপ হবে না। বরঞ্চ সহজ স্বীকারোক্তির জন্য সবাই আপনাকে স্বাগতম জানাবে। সুতরাং, কর্মক্ষেত্রে নিজের সুনাম বৃদ্ধির জন্য অবশ্যই ভুল স্বীকার করুন।
৩। প্রতিষ্ঠানের বিপদে এগিয়ে আসুন
যেকোনো প্রতিষ্ঠানে যেকোনো সময় বিপদ নেমে আসতে পারে। এসময় নিজেকে গুটিয়ে না রেখে স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠানের বিপদে এগিয়ে আসুন। নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় ধরে কাজ করার চেষ্টা করুন। এতে করে বসের কাছে আপনার একটি সুন্দর ইম্প্রেশন তৈরি হবে।
৪। সময়কে যথাযথভাবে ব্যবহার করুন
আপনি যদি আপনার উপর অর্পিত কাজটি যথাযথ সময়ের মধ্যে কিংবা তারও আগে সম্পন্ন করতে পারেন তবে নিঃসন্দেহে আপনার প্রতিষ্ঠানের প্রধানের কাছে আপনার একটি সুনাম তৈরি হবে। একমাত্র সময় সচেতন মানুষরাই যথাযথ সময়ে নিজের কাজ করতে পারে। সুতরাং, কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য সময় সচেতন হোন।
৫। ঠিকমত ড্রেস-আপ করুন
পোশাক বাছাই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কর্মক্ষেত্রে যাওয়ার সময় মানানসই পোশাক পরিধান করুন। মনে রাখবেন ভালো প্রভাব তৈরির জন্য সুন্দর পোশাকের গুরুত্ব অপরিসীম।
৬। সহকর্মীদেরকে বিরক্ত করা থেকে বিরত থাকুন
কর্মক্ষেত্রে অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন। সবার প্রতি সমানভাবে সম্মান প্রদর্শন করার চেষ্টা করুন। সম্মান দিলে কখনোই লোকসান হয় না। নিজের ইম্প্রেশন সুন্দর করার জন্য সবসময় সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন।