সফলতার টি-টোয়েন্টি

সফলতার টি-টোয়েন্টি

রবিউল কমল : পেশাগত সফলতার জন্য বিশেষজ্ঞরা নিচের ২০টি বাক্য সবসময় মাথায় রাখতে বলেছেন। কাজেই পরামর্শ জানতে ২০টি বাক্য মুখস্থ করে ফেলুন।


 

  • ১. দিনের পর দিন একটু একটু করে আগের চেয়ে বেশি দয়ালু এবং জ্ঞানী হওয়ার চেষ্টা চালিয়ে যান।
  • ২. আপনি এবং আপনার পরিবারকে আগের চেয়ে একটু বেশি অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং গড়ে তুলতে উৎসাহীত করুন।
  • ৩. ভুলবোঝাবুঝি থেকে রেহাই পেতে মাঝে মধ্যে মহান হওয়ার চেয়ে সব সময়ের জন্য ভালো মন- মানসিকতা নিয়ে চলার
    চেষ্টা করুন।
  • ৪. প্রচুর পড়ুন। কোনো কিছুই খুব দ্রুত আপনাকে জ্ঞানী করে তোলে না।
  • ৫. যোগাযোগমাধ্যমে বিশ্ব যতো এগিয়ে যাবে, আপনার খ্যাতি ততো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেউ না দেখলেও সব সময় সোজা পথে কাজটি করুন।
  • ৬. মনে রাখবেন, আপনি যা করার জন্য অর্থ দেবেন মানুষ তাই করবে। যা করতে বলবেন তা করবে না।
  • ৭. আগের চেয়ে আরেকটু বেশি বিনয়ী হতে শিখুন।
  • ৮. আপনার যেকোনো প্রশ্নের জবাব কারো না কারো জানা রয়েছে। ওই মানুষগুলোকে খুঁজুন।
  • ৯. প্রতিদিনের অসাধ্য চ্যালেঞ্জের সামনে দাঁড়ানো মানেই আপনার অহংবোধ ঝালিয়ে নেওয়ার সুযোগ। তবে এতে সামান্য মনযোগ ঢালুন। কারণ অতিরিক্ত সময় ব্যয় করলে তাতে নিজের সামর্থ্য কমে যাবে।
  • ১০. প্রযুক্তি মাঝে মাঝে আপনার কষ্টের কারণ হয়ে উঠবে। অন্য সময় আবার এটি সাহায্য করবে। তবে বর্তমান সময়ে কী ঘটবে সে সম্পর্কে সজাগ থাকুন।
  • ১১. যে জিনিসগুলো বেশিদিন কাজে লাগেব না তার প্রতি মায়া ত্যাগ করুন। এতে অন্যের সাহায্য হবে এবং আপনারও ভালো লাগবে।
  • ১২. কাউকে অপছন্দ করার মানে এই নয় যে ওই মানুষটি ভালো নয় বা ভুল পথে চলেন।
  • ১৩. নিজের চিন্তাশীলতার বিষয়ে ধ্যান করুন। কারণ আপনার চিন্তা শব্দ হয়ে বের হবে এবং তা এক সময় আপনার কাজ
    হয়ে প্রতিষ্ঠিত হবে।
  • ১৪. কাউকে অন্তত তিনবার সাহায্য না করা পর্যন্ত তার কাছে থেকে কোনো সাহায্য চাইবেন না।
  • ১৫. জীবনে কত আশীর্বাদ পেয়েছেন তা নিয়ে হিসেব করবেন না।
  • ১৬. জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার শর্ত সুস্বাস্থ্যের অধিকারী হওয়া।
  • ১৭. যতোই সহজ-সরল হোক না কেন, বুদ্ধিটা সিরিয়াসলি নিন।
  • ১৮. নিজের শক্তি ও সামর্থ্যের একচোট বিকাশ ঘটানোর পর সেখানেই একটু স্থির হোন।
  • ১৯. যে মানুষগুলো চিন্তা করেননা তারা কিছু শোনেনও না।
  • ২০. আপনার আরো অর্থের প্রয়োজন নেই। তবে আপনার অর্থপূর্ণ আরো কিছু প্রয়োজন।

 

সূত্র : ফোর্বস। favicon59

Sharing is caring!

Leave a Comment