সফল হওয়ার দশ শর্ত
- শিমি আক্তার
আমরা সকলেই ভুল করি কিন্তু যাঁরা এর থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে তারাই সফল হয়। বলেছেন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও লেখক ড. হেনরি ক্লাউড। তিনি সফল মানুষদের আচরণ পর্যবেক্ষণ করে বলেছেন, ‘সচেতন মানুষরা কখনো পেছন ফিরে তাকায় না।’
যদিও জীবন ও ব্যবসায়ের বিভিন্ন অধ্যয় রয়েছে যা আমাদের অনেক কিছু শিখতে সহায়তা করে। ড. ক্লাউড তাঁর গবেষণা থেকে ১০ টি ‘প্রবেশপথ’ আবিষ্কার করেছেন । চলুন দেখা যাক ড. ক্লাউডের গবেষণা।
১. অতীতে যা হয়নি তাতে ফেরা যাবে না
কোনো কারণে যদি আপনার চাকরি বা সম্পর্ক শেষ হয়ে যায় তাহলে, নতুন কোনো কিছু না করে, ভিন্ন ধরণের আশা নিয়ে ওই একই কাজে ফিরে যাওয়া উচিত নয়।
২. যা প্রয়োজন তাই করুন
কোনো কিছু করতে গেলে আমাদের নিজেদের কাছেই প্রশ্ন করতে হয়, আমি কেন এটা করতে যাচ্ছি? এটা কি আমার জন্য উপযুক্ত? এটা কি আমার জন্য সুবিধাজনক? লক্ষ্য অর্জনে যদি এসব প্রশ্নের উত্তর ঠিক না হয় তাহলে এই কাজটি কখনেই করা যাবে না।
৩. অন্যকে পরিবর্তনের চেষ্টা
যখন আপনি বুঝতে পারবেন যে কোনো কিছু করার জন্য কাউকে চাপ দিতে পারছেন না, আপনি তাকে স্বাধীনতা দেন এবং অনুমতি দেন তাঁদের অভিজ্ঞতার ফলাফল কী হয় তা দেখার জন্য। তা করতে পারলে আপনি নিজের স্বাধীনতাও পাবেন।
৪. সবাইকে খুশি করানোর বিশ্বাস
এক সময় আপনি দেখতে পাবেন যে, সকলের প্রতি অনুগ্রহ দেখানো সত্যিই অসম্ভব, আপনি আপনার উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সঠিক লোকদের প্রতিই অনুগ্রহ দেখাতে পারেন।
৫. ক্ষণস্থায়ী কষ্টের বিনিময়ে দীর্ঘস্থায়ী লাভ
সফল মানুষরা জানে বেদনাদায়ক হতে পারে এমন কিছু বা সময় সাপেক্ষ পদক্ষেপ যাই হোক না কেন তাঁরা এই কষ্টদায়ক কাজে কিছু মনে করে না কারণ এটা তাঁদের ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সুবিধা বয়ে আনতে পারে। এধরনের মনোভাব ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফল ও ব্যর্থ লোকের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
৬. নিখুঁত ব্যক্তিকে গ্রহণ করা
আমরা উৎকর্ষতা বা শ্রেষ্ঠতা পছন্দ করি এবং সর্বদা এটাই করা উচিৎ। আমাদের সেই সকল লোকদের নেয়া উচিত যাঁরা সকল কাজ ভালো করে সম্পাদন করতে পারবে, যে সকল কর্মী ভালো নৈপূর্ণ প্রদর্শন করতে পারে, যাঁরা অন্যদের তুলনায় ব্যতিক্রমী, যে সকল বন্ধু নক্ষত্রের মতো চরিত্রের অধিকারী, এবং সে সকল সঁঙ্গী যারা অন্যদের চেয়ে ভালো । তবে কাউকে বা কোনো কিছু দেখতে অনেক ভালো মনে হতে পারে এটা সত্য কিন্তু পৃথিবীতে কেউই নিখুঁত নয়।
৭.বড় লক্ষ্য স্থির করা
জীবনে আমরা ভালো কিছু দেখতে পেলে অধিক আবেগপ্রবণ এবং অধিক নৈপূণ্যের সাথে সেই লক্ষ্যে পূরণে কাজ করে যেতে চাই। কিন্তু সফল মানুষরা একটা ঘটনা দিয়ে পুরো গল্প বানাতে চায় না। তাঁরা প্রত্যেকটা দিনকেই স্মরণ করে।
৮. কাজ বাকি রাখার মনোভাব উপেক্ষা করা
বাইরে থেকে কিছু দেখতে কতটা সুন্দর লাগছে তাতে কিছুই আসে যায় না, এটা গভীরভাবে নেওয়ার এবং পরিশ্রম ও সততার সাথে দেখার বিষয় যাতে আমরা খুঁজে পেতে পারি আসলে যা আমাদের প্রয়োজন।
৯. কোথায় আছে আর নিজেকে কোথায় দেখতে চায় তার উত্তর না পাওয়া
সফল ও ব্যর্থ লোকের মধ্যে অন্যতম বড় পার্থক্য হলো ভালোবাসা ও জীবন এবং সর্ম্পক ও ব্যবসায়ে সফল লোকেরা সর্বদা তাদের নিজেদের কাছে জানতে চায়, এই অবস্থায় আমি কীভাবে চলতে পারি? অন্যভাবে বললে যদিও তাঁরা সমস্যার মধ্যে থাকে কিন্তু নিজেদেরকে শুধুই পরিস্থিতির শিকার হিসেবে দেখতে চায় না।
১০. অভ্যন্তরীণ জীবন বাইরের সফলতার প্রভাবক
ভালো কিছুর জন্য মাঝে মধ্যে ছোট কিছু করার প্রয়োজন হতে পারে। আমরা যারা অভ্যান্তরীণ জীবনযাপন নিয়ে তৎপর থাকি তারা অধিকাংশ ক্ষেত্রেই সুখী এবং পরিপূর্ণ। গবেষণায় দেখা যায় যে, আমাদের অভ্যন্তরীণ জীবনযাপনের প্রভাব বাইরের পরিস্থিতি সামলাতে একটা বড় ভুমিকা রাখে।