পড়ার বিষয় উন্নয়ন অধ্যয়ন

পড়ার বিষয় উন্নয়ন অধ্যয়ন

  • মারুফ ইসলাম

স্নাতক শেষ হয়েছে আপনার। হয়তো স্নাতকোত্তরও শেষ হয়েছে। তার পরও ভাবছেন, একটি অতিরিক্ত স্নাতকোত্তর সনদ খুবই জরুরি। সে ক্ষেত্রে কোন বিষয়ে স্নাতকোত্তর করবেন এবং কোথায় করবেন সেটাও রীতিমতো ভাবনার বিষয়। তবে ইদানীং ‘উন্নয়ন অধ্যয়ন’ বিষয়টির কদর বাড়ছে হু হু করে।

কোথায় পড়বেন

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ানো হয়।

যোগাযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, কলা ভবন (পঞ্চম তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২০, এক্স-৬৭৯১, ০১৭২০৪৬১৯১০। ই-মেইল: developmentstudies.du@yahoo.com, info@devstud-udhaka.ac.bd
ওয়েব: www.devstud-udhaka.ac.bd

খুলনা বিশ্ববিদ্যালয়: ফোন: ০৪১-৭২১৭৯১, ০৪১-৭২০১৭১-৩, ওয়েবসাইট: www.ku.ac.bd

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়, শান্তিডাঙ্গা, কুষ্টিয়া-৭০০৩। ফোন: ০৭১-৬২২০১-০৬, ৬২০০৫-০৬, ৬২০০৮, ওয়েবসাইট: www.iubd.net

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : প্রধান ক্যাম্পাস, ১০২ ও ১০২/১ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা। ফোন : ০২৯১৩৮২৩৪-৫, ৯১১৬৭৭৪, ৯১৩৬৬৯৪। ওয়েবসাইট : www.daffodilvarsity.edu.bd

ব্র্যাক বিশ্ববিদ্যালয়: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৬৬ মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: ৮৮২৪০৫১-৪ এক্স ৪০০৩, ৮৮৫৩৯৪৮-৯, ই-মেইল: info@bracu.ac.bd, registrar@bracu.ac.bd
ওয়েবসাইট: www.bracu.ac.bd

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা। ফোন: ৮৮৫২০০০ এক্স. ১৮১৪, ই-মেইল: registrar@northsouth.edu
ওয়েবসাইট: www.northsouth.edu

ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়:  ৪৩ মহাখালী সি/এ, ঢাকা-১২১২। ফোন: ৮৮১১৩৮১, ৯৮৮২৩০৮,
ই-মেইল: admission@ewubd.edu, info@ewubd.edu ওয়েবসাইট: www.ewubd.edu

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি):ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা। ফোন:৮৪০১৬৪৫-৫৩, ৮৪০২০৬৫-৭৬
ওয়েবসাইট- www.iub.edu.bd

কাজের ক্ষেত্র

বহুমাত্রিক পেশার লোকজন এ বিষয় পড়তে আসছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তা, সামরিক বাহিনীর লোকজন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনজিও, আইএনজিওসহ বহু লোকজন উন্নয়ন অধ্যয়নে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করতে আগ্রহী হচ্ছেন। আইবিএর শিক্ষার্থীরাও এ বিষয়ে পড়তে আসছেন। প্রতিটি মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। আর উন্নয়নের শিক্ষাটাই হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ।

এই বিভাগ থেকে পাশ করা  মেধাবী শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষকতায় যুক্ত হচ্ছেন। এছাড়া বিসিএসে পররাষ্ট্র ক্যাডার, পুলিশ, প্রশাসনসহ অন্যান্য ক্যাডারও পাচ্ছেন উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থীরা। ইউএনডিপি,  ইউসেপ, অক্সফাম, অ্যাকশন এইড, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ভিশন, কেয়ার, পিকেএসএফ, বিইআই, ইউনিসেফ ছাড়াও বিভিন্ন এনজিও আইএনজিওতে উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা। বাংলাদেশ ব্যাংক ছাড়াও দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে এখানকার শিক্ষার্থীদের বেশ চাহিদা। জাপানসহ বিভিন্ন দেশের দূতাবাসে ট্রেইনি হিসেবে উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থীরা কাজ করছেন। এছাড়া পড়ালেখার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা চাইলে ভালো বেতনে খণ্ডকালীন চাকরিও করতে পারছে।favicon59

Sharing is caring!

Leave a Comment