অ্যাপ্রেন্টিসশিপ করতে চান?

অ্যাপ্রেন্টিসশিপ করতে চান?

  • মারুফ ইসলাম

‘ক্লাসে শিক্ষকেরা আমাদের কত-কী শিখিয়েছেন৷ মোটা মোটা বই পড়ে একেকটা পরীক্ষায় পাস করেছি৷ আর এখন আমাকে কিনা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসে বসে চেকের ওপর সিল মারতে হয়৷ এই যদি হয় কাজ, তাহলে এত কিছু পড়লাম কেন?’ মন খারাপ করা গলায় বলছিলেন ফরহাদ (ছদ্মনাম)৷ বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের ছাত্র তিনি৷ শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস হিসেবে যোগ দিয়েছেন একটি বেসরকারি ব্যাংকে৷ শিক্ষানবিশি প্রতিবেদন ঠিকভাবে শেষ হলেই মাথায় পরবেন সমাবর্তনের টুপি৷
ব্যবসায় প্রশাসন, প্রকৌশলবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান, সাংবাদিকতাসহ এখন অনেক বিষয়েই স্নাতক পর্যায়ের শেষভাগে কোনো না কোনো প্রতিষ্ঠানে শিক্ষানবিশি করতে হয়৷ আসলে এটা কর্মজীবনে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার একটা সুযোগ৷ তবে সব প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না। বাংলাদেশে প্রথমবারের মতো এই সুযোগ নিয়ে এসেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

যেসব ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবেন

১. কর্পোরেট লিডার
২. বিজনেস লিডার
৩. সেলিব্রেটি লিডার
৪. সেলস অ্যান্ড মার্কেটিং লিডার
৫. টেকনো ইনোভেশন লিডার

বেতন

ট্রেনিং পর্যায়ে একজন অ্যাপ্রেন্টিস প্রতিমাসে ১৫ হাজার টাকা বেতন পাবেন। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত অ্যাপ্রেন্টিসরা পাবেন প্রতিমাসে ২৫ হাজার টাকা।

আবেদন

অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে চাইলে আপনাকে cdc@daffodilvarsity.edu.bd এই ঠিকানায় সিভি পাঠাতে হবে। অথবা রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন : http://gg.gg/apprentice। আবেদনের শেষ সময় : ১৪ জুন, ২০১৬।

যোগাযোগ

কর্পোরেট অফিস : ১০২/১, শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ফোন : +৮৮০১৮৪৭১৪০০৮৯, ০১৮৪৭১৪০০৩১, +৮৮০১৮১১৪৫৮৮৬৮, +০১৮১১৪৫৮৮২৫favicon59

Sharing is caring!

Leave a Comment