উচ্চশিক্ষা : কোন বিষয়ে পড়বেন
- ক্যারিয়ার ডেস্ক
উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি হন তা হচ্ছে কোন বিষয়ে উচ্চশিক্ষা ডিগ্রি নেবেন। এক্ষেত্রে সঠিক বিষয় বাছাই করতে পারলে পরবর্তী ক্যারিয়ার জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তাই উচ্চশিক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে প্রত্যোক শিক্ষার্থীকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।
বিজ্ঞানের বারান্দায়
বিজ্ঞান নিয়ে পড়ার আগে দেখে নিতে হবে ক’টি বিষয়। বিজ্ঞানের প্রায় সব শাখায় গণিত রয়েছে। তাই গণিতে ভয় পেলে চলবে না। নিজের চেষ্টায় গণিতের সমাধান করার প্রবণতা থাকতে হবে। পদার্থবিদ্যা তো বটেই, অনেক সময় রসায়নেও রয়েছে ক্যালকুলাসের ব্যবহার। অনেকে মনে করেন, বায়োসায়েন্স নিলে গণিত করতে হবে না। প্রাথমিক স্তরে হয়ত কাজে লাগবে না, তবে ভবিষ্যতে গবেষণায় গণিত কাজে লাগতে পারে। বিজ্ঞান আমাদের যুক্তি দিয়ে বিচার করতে শেখায়। উপপাদ্য থেকে শুরু করে কম্পিউটার প্রোগ্রামিং সব কিছুতেই রয়েছে এর উপস্থিতি। সুতরাং, সায়েন্স নিয়ে পড়তে হলে ভাল লজিক্যাল এ্যাবিলিটি থাকা জরুরি।
মানবিকের আদোপান্ত
ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আর্টস বা হিউম্যানিটিজ একেবারে ফেলনা নয়। বরং কয়েকটি বিষয় নিয়ে পড়ালেখা করলে ভাল রোজগার এবং সামাজিক সম্মান দুটোই রয়েছে। আর্টসে বিষয়- বৈচিত্র্য ব্যাপক এবং এর পরিধিও অনেক। আর্টসের ছাত্র-ছাত্রীদের স্মৃতিশক্তি ভালো হওয়া জরুরি। এর সঙ্গে দরকার মৌলিক বিষয়ে লিখতে পারার ক্ষমতা। কোনো বিষয় সম্পর্কে নিজের মতামত দেয়ার পাশাপাশি বিভিন্ন মতবাদের মধ্যে সিন্থেসিস করার ক্ষমতাও থাকা চাই। এছাড়াও থাকা চাই ভাষার ওপর দখলদারিত্ব। ইংরেজী এবং নিজের মাতৃভাষা, দুটি ভাষাতেই দক্ষতা প্রয়োজন। আর্টসের এমন কিছু বিষয় আছে, যেগুলো কেবল মুখস্থ করলেই চলে না। আর্টসের ছাত্রছাত্রীদের সাফল্যের নেপথ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটির ভূমিকা আছে। পরীক্ষার খাতায় হোক বা কর্মক্ষেত্রে, নিজের বক্তব্য সঠিকভাবে ব্যক্ত করার গুণ আর্টসের একজন শিক্ষার্থীর থাকা উচিত। সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রশ্নাবলীর উত্তরের মান ভালো করার জন্য আর্টসের শিক্ষার্থীদের বেশি পরিশ্রম করতে হয়। প্রয়োজনবোধে একাধিক রেফারেন্স বইয়ের সাহায্য নিয়ে উত্তর তৈরির কাজ করতে হবে। আর্টস বা হিউম্যানিটিজে পড়তে গেলে শিক্ষার্থীদের ধৈর্য থাকাটা ভীষণ জরুরি।
বাণিজ্যের বিষয়-আশয়
নম্বরই কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শেয়ার মার্কেটের সূচক, বিভিন্ন কোম্পানির ব্যালান্সশিট সবই সংখ্যার খেলা। কমার্স বিষয়টি ডেবিট-ক্রেডিটের নিয়মে বাধা। এ ক্ষেত্রে যে যত বেশি যুক্তি দিয়ে ভাবতে পারবে, তার সাফল্যের সম্ভাবনা তত বেশি। কমার্সের শিক্ষার্থীরা যেসব পেশায় যাবে, সেখানে একই কাজ বার বার করতে হতে পারে। প্রতিদিনই জার্নাল এন্ট্রি করা, ডেবিট-ক্রেডিট মেলানো প্রভৃতি করতে গিয়ে কাজ একঘেয়েমি আসতে পারে। তাই এ বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের হতে হবে ধৈর্যশীল।
ব্যতিক্রমী বিষয়ে ক্যারিয়ার
যুগোপযোগী বিষয়ে পড়াশোনা করলে কর্মজীবনে সফল হওয়া সহজ হয়। সদ্য এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা স্বল্পসময়ে স্বল্পখরচে সময়োপযোগী বিভিন্ন কোর্স করতে পারেন। কোর্স সম্পন্নকারীদের দেশে ও বিদেশে রয়েছে ব্যাপক চাহিদা। বর্তমান সময়ে গতানুগতিক পেশার বলয় ভেঙ্গে বেরিয়ে আসছে তারুণ্য। পেশা হিসেবে তারা বেছে নিচ্ছে যুগোপযোগী ও সৃজনশীল সব কাজ।