ডিগ্রি কখনো চাকরি দেয় না
- ক্যারিয়ার ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুধু চাকরিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেয়, ডিগ্রি কখনো চাকরি দেয় না—এমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও পরামর্শক ড. রনজিৎ শিং মালহি। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রাজধানীর আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হওয়া তিন দিনের ‘এমপ্লয়াবিলিটি অ্যান্ড সফট স্কীলস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এমন কথা বলেন মালয়েশিয়ার টিকিউএম কনসালটেন্টসের এই প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরামর্শক।
রনজিৎ শিং মালহি বলেন, চাকরি পেতে হলে প্রার্থীকে অবশ্যই দক্ষ ও যোগ্য হতে হয়। এজন্য চাকরিতে প্রবেশ করার আগে একজন চাকরি প্রার্থীকে অবশ্যই তিনটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। এক. চিন্তার দক্ষতা, দুই. যোগাযোগে দক্ষতা এবং তিন. দায়িত্ববোধের দক্ষতা।
সম্মেলনের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি তাঁর বক্তব্যে ছাত্রজীবনেই নিজেদেরকে কর্মদক্ষরূপে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি–সব ক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন হচ্ছে। তোমরা সৌভাগ্যবান যে এ উন্নয়ন তোমাদের হাত ধরেই হচ্ছে। এ উন্নয়ন ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে কর্মদক্ষরূপে গড়ে উঠতে হবে।
চাকরিপ্রার্থীদেরকে আন্তর্জাতিক চাকরিবাজারের উপযোগী করে তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। কারণ হিসেবে তিনি বলেন, পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। আমরা এখন সবাই এক পৃথিবীর বাসিন্দা।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারা চাকরি পান না; অপরদিকে চাকরিদাতাদের অভিযোগ তারা যোগ্য প্রার্থী পান না। সুতরাং বোঝা যাচ্ছে, চাকরিপ্রার্থী এবং চাকরিদাতাদের মধ্যে স্পষ্ট একটি শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থান খুঁজে বের করার জন্যই তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন। আমরা আশা করছি এই সম্মেলন থেকে আমরা একটা পথ খুঁজে পাবো।
এসময় তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সত্যিকার অর্থেই কর্মদক্ষ জনবল তৈরি করতে চায়, সেজন্য বিশ্ববিদ্যালয়ে ‘থ্রি সিক্সটি ডিগ্রি’ (৩৬০ ডিগ্রি) কোর্স চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, হিউম্যান রিসোর্স ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক ও সামিটের আহ্বায়ক প্রফেসর ড. ফরিদ এ সোবহানী।
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে সকল স্নাতকরা উত্তীর্ন হচ্ছেন তাদের প্রায়োগিক জ্ঞান থাকলেও আন্তঃব্যক্তিক দক্ষতার অভাবের কারণে স্থানীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে তারা নিজেদের দক্ষতা বা সামর্থ্য প্রদর্শন করতে পারছেন না। এই সমস্যার সমাধানের জন্যই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া, অষ্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারস্, বাংলাদেশ মানব সম্পদ উন্নয়ন সোসাইটি, জবসবিডি ও বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের সহযোগিতায় ২৩-২৫ মার্চ ‘ইন্টারন্যাশনাল সামিট অন এমপ্লয়াবিলিটি অ্যান্ড সফট স্কিলস’ শীর্ষক এ সামিটের আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এ সামিটে দেশ-বিদেশের নামী-দামী শিক্ষাবিদ ও গবেষকগণ তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত ২৭টি প্রবন্ধ উপস্থাপন করবেন। সামিটে ভারত, মালয়েশিয়া, চীন, শ্রীলংকা, তুরস্ক, নেপাল, নাইজেরিয়া, সোমালিয়া, ইন্দোনেশিয়া, জিবুতি ও স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দেশের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। বিজ্ঞ জুরি বোর্ডের বিচারে সেরা প্রবন্ধকে সর্বোচ্চ এক হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে।