সাফল্যের ৭ কাহন
- ক্যারিয়ার ডেস্ক
১. তৃতীয় হাত অজুহাত: অজুহাতকে দূরে রাখুন। ফোকাসড হন। অজুহাত আপনার মনের দুর্বলতা, যা আপনার সাফল্যের পথে কাঁটা।
২. মোটিভেশন: নিজের সামনে নিজেই দাঁড় করান নতুন নতুন লক্ষ্য। তারপর সেই লক্ষ্যকে ছুঁতে নিজেকে নিজে মোটিভেট করুন।
৩. প্রত্যেকটা দিন নতুন: প্রত্যেকটা দিনই নতুন। ভোরে ঘুম ভাঙার পর থেকে সাজিয়ে ফেলুন আপনার আজকের দিনের কী কাজ। তারপর একে একে কাজগুলো সেরে ফেলুন।
৪. ইতিবাচক এনার্জি: নিজেকে সব সময় ইতিবাচক রাখুন। কখনও অল্পতে ভেঙে পড়বেন না। কখনও অল্পে তুষ্ট হবেন না। স্বপ্নটা বড় করে দেখুন।
৫. মূল্যবোধ: সাফল্যকে ছুঁতে নিজের বিশ্বাস ও মূল্যবোধে অটল থাকুন। কোনোভাবেই তার সঙ্গে আপস নয়।
৬. ঝুঁকি নিন: কেউ কখনও এটা করেনি তো কী হয়েছে? আপনি করুন। হতে পারে এটাই হবে আপনার তুরুপের তাস। আর সাফল্য ধরা দেবে আপনার মুঠোয়।
৭. ছোট ছোট টার্গেট: প্রথমেই বড় টার্গেটকে ভেবে চোখ বন্ধ করে দৌড় নয়। বড় টার্গেটকেই ভেঙে ফেলুন ছোট ছোট টার্গেটে। তারপর ধাপে ধাপে সাফল্য অর্জন।