পদোন্নতি পেতে হলে…
- ক্যারিয়ার ডেস্ক
চাকরিতে প্রমোশন চায় না, এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। বরং সবারই চেষ্টা থাকে কত দ্রুত প্রমোশন পাওয়া যায়। চাকরি ক্ষেত্রে দ্রুত উন্নতি বা প্রমোশন পাওয়ার বিষয়ে এ প্রতিবেদনে থাকছে কিছু পরামর্শ:
১। অনেকে মনে করতে পারেন, বসের প্রশংসা করাই মনে হয় ক্যারিয়ারে উপরে ওঠার একমাত্র উপায়, কিন্তু এ ধারনা সঠিক নয়। আপনি আপনার বসের কাজ সহজ করে দিন। বস যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করুন। বসকে সাহায্য করুন।
২। নিজের কাজগুলো সময়মত শেষ করুন, ডেডলাইনের আগেই কাজ শেষ করে রাখুন। সেই সাথে পাশের কলিগকে তার কাজে সহযোগিতা করুন। মনে রাখবেন, অপরকে সাহায্য করলে নিজের গুরুত্ব বাড়ে। যে কাজ জানে, লোক তার কাছেই যায়। তারই উন্নতি হয় যে নিজে কাজ জানে, কাজ করে, অন্যকে সাহায্য করে, অন্যকে কাজ শিখায় ও অন্যের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারে।
৩। পিয়ন, ড্রাইভার, দারোয়ান এদের সাথে বাজে ব্যবহার করবেন না। গালমন্দ করে কাজ আদায় হয় না। দিতে শিখুন। তাহলে সময় মতো পেয়েও যাবেন।
৪। আপনার কাজের ফলাফল যাতে সকলের চোখে পড়ে ওইভাবে করুন।
৫। নিজের কাজের ফলাফলগুলো পরিমাপযোগ্য ভাবে সকলের সামনে তুলে ধরুন।
৬। অন্যরা কে কি কাজ করছে সেগুলো সম্পর্কে জানুন। নিজে কি জানেন সেটা অন্যকে শিখান।
৭। কোম্পানির প্রোডাক্ট বুঝুন, সার্ভিস বুঝুন, নিয়ম কানুন সম্পর্কে জানুন। কোথাও কোন উন্নতি করার সুযোগ আছে কি না দেখুন। আইডিয়া দিন যাতে কোথাও খরচ কমে, আয় বাড়ে।
৮। কিভাবে কোম্পানির বেচা বিক্রি বাড়ানো যায় সেই আইডিয়া দিন, আপনি যে ডিপার্টমেন্টেই থাকুন না কেন নতুন কাস্টমার তৈরিতে সহায়তা করুন।
৯। অন্যকে ইমপ্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে হয়। কাজেই, নিজের প্রেজেন্টেশন স্কিল ভালো করুন।
১০। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এডিটিং এর কাজ শিখুন। এগুলো আপনাকে বসের অনেক কাছে নিয়ে যাবে। স্টুডেন্ট লাইফেই এসবের উপরে কোর্স করে রাখতে পারেন।
১১। ট্রেনিং করুন, নিজে শিখুন, অন্যকে শিখান, আবার নিজে নতুন কিছু শিখুন। যত আপনি জানবেন, শিখবেন ও শিখাবেন আপনার ক্যারিয়ারে ততই উন্নতি হবে।
১২। এক্সেপশনাল হোন, আপনি কি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি তা বোঝা যাবে আপনি কতটুকু এক্সট্রা কাজ করছেন তা থেকে।
১৩। অফিসে পলিটিক্স করবেন না। বাজে শব্দ ব্যবহার করবেন না।
১৪। গীবত করবেন না, একজনের দোষ আরেকজনকে বলবেন না। তাহলে, উভয় ক্ষেত্রেই আস্থা হারাবেন। বরং, সকলকে সম্মান করুন, কাজের প্রশংসা করুন। কেউ ভুল করলে গোপনে শুধরে দিন। কেউ ভুল করলে তাকে সবার সামনে ডেকে এনে অপমান করলে আপনাকে কিন্তু কেউ ভালোভাবে নিবে না।
১৫। কোম্পানির নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, নিয়ম বহির্ভূত কোন কাজ করবেন না।
১৬। কাউকে বাড়তি সুযোগ দেওয়া থেকে বিরত থাকুন। কোম্পানিতে স্বজনপ্রীতি করবেন না।
১৭। নিজের কাজ নিয়ে গর্বিত থাকুন। যখন আপনি খুশিমনে কাজ করবেন, তখন আপনার কাছে আপনার কাজ আর বোঝা বলে মনে হবে না।
১৮। সততার সাথে কাজ করুন, সকলের আস্থার প্রিয় মানুষ হিসেবে নিজেকে তুলে ধরুন।
১৯। অফিসে সময় মত যাবেন, দেরি করবেন না।
২০। কাজে কর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরুন, লোকে এমনিতেই বুঝবে, আপনার প্রমোশন দরকার এবং আপনিই এর একমাত্র যোগ্য দাবিদার। কথায় নয়, কাজেই নিজেকে প্রমাণ করে দিন।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	