থ্রি ডি অ্যানিমেশনে পড়তে চাইলে

থ্রি ডি অ্যানিমেশনে পড়তে চাইলে

  • ক্যারিয়ার ডেস্ক

অ্যানিমেটেডমুভি বা কার্টুন দেখতে কে না পছন্দ করে। বাংলা মীনা- কার্টুন থেকে শুরু করে বর্তমান সময়কার Oggy and the Cockroaches কার্টুন দেখে উল্লসিত হবার মতো এরকম অনেক মজাদার কার্টুন এবং অ্যানিমেশন মুভি তৈরী হচ্ছে। বর্তমান যুগের মুভিগুলোর মধ্যে প্রায় সবগুলোতেই অ্যানিমেশন ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্বের সেরা সেরা সব জনপ্রিয় মুভিগুলোর মধ্যে অ্যানিমেশন মুভি বা কার্টুন গুলো অন্যতম। যেমন: Harry Potter, Avatar, Ice Age, Frozen,Kung Fu Panda, Up, Pirates of the Caribbean, The Baby Boss ইত্যাদি। আর এসব অ্যানিমেটেড মুভিগুলো নির্মাণের পেছনে রয়েছে 3D অ্যানিমেশন। মজার ব্যাপার হচ্ছে যে কেউ চাইলেই হতে পারেন একজন অ্যানিমেশন মুভি মেকার কিংবা তৈরি করতে পারেন মজাদার সব কার্টুন ক্যারেক্টার। এজন্য শিখতে হবে 3D অ্যানিমেশন। বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই এর চাহিদা দিনদিন বেড়েই চলেছে। হলিউড এর মতো বড় বড় ফিল্ম স্টুডিও গুলোর মতো বর্তমান বিশ্বচলচ্চিত্রে, বিজ্ঞাপন ফার্মে, এছাড়াও টিভি চ্যানেল গুলোতেও এর প্রচুর চাহিদা রয়েছে। তাছাড়া গেমস ডেভেলপার হিসেবে 3D অ্যানিমেশন এর ভুমিকা অনেক বেশী, অন্যদিকে বর্তমানে ঘরে বসেই ফ্রিলান্সিং এর অন্যতম পন্থা হচ্ছে 3D অ্যানিমেশন, কারণ বিশ্বব্যাপী শুধুমাত্র 3D অ্যানিমেশন এর জন্যই ৯ লক্ষ ট্রিলিয়ন ডলারের ইন্ড্রাস্ট্রি রয়েছে যা ফ্রিলান্সারদের জন্য অনেক বড় একটি ক্ষেত্র। এর রয়েছে বিশ্বব্যাপী চাহিদা, আর এই চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুরু করতে যাচ্ছে “স্পেশাল কোর্স অন 3D অ্যানিমেশন”।

কোর্সটিতে যোগ দিতে যোগাযোগ করুন বাড়ি নং ২ বি, রোড নং ১২, মিরপুর রোড, ধানমন্ডি ঢাকা-১২০৯। ফোন: ০১৮৩৩১০২৮২৩favicon59-4

Sharing is caring!

Leave a Comment