বাংলাদেশ ব্যাংক নেবে ২০০ জন, আবেদন ফি নেই
- ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল) পদে লোক নিয়োগ দেবে। এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদন করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৩ এপ্রিল পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
আবেদন করতে চাইলে প্রার্থীকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি অনার্স বা মাস্টার্স পাস হতে হবে। যেকোনো একটি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে ১৫ মার্চ ২০২১ সালে বয়স ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর।
পদের নাম ও পদসংখ্যা
পদের নাম: অফিসার (জেনারেল)। পদ ২০০। আবেদন করতে কোনো অর্থ লাগবে না।
চাকরির আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮৬৪০ টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বেতনরীতি অনুসারে প্রদান করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।