জনসংযোগ কর্মকর্তার যেসব গুণ থাকা জরুরী
- ক্যারিয়ার ডেস্ক
বর্তমান সময়ে মানুষ ওয়েবকেন্দ্রীক হওয়ায় জনসংযোগ কাজের গতিধারা বিগত কয়েক বছরে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। একজন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যে যোগ্যতাগুলো দরকার ছিল তা আগের দিনগুলোযতে যা ছিল তা এখনো রয়ে গেছে এবং তার পাশাপাশি যুক্ত হয়েছে নতুন কৌশল।
যোগাযোগের দক্ষতা : প্রতিষ্ঠানের সফলতা দক্ষ যোগাযোগের উপর নির্ভর করে। জনসংযোগ কর্মকর্তা হিসেবে আপনার থাকতে হবে দক্ষ যোগাযোগের কৌশল।
লেখালেখির দক্ষতা : লেখালেখির দক্ষতার মাধ্যমে আপনি হতে পারেন দক্ষ জনসংযোগ কর্মকর্তা। লেখালেখির দক্ষতা আপনার জনসংযোগ কাজে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।
মনযোগী হওয়া : মনযোগ দিয়ে কাজ করার মানসিকতা থাকলে জনসংযোগ কর্মমর্তা হিসেবে তাড়াতাড়ি সফল হতে পারেন।
গণমাধ্যমের সঙ্গে সর্ম্পক : গণমাধ্যম এর সাথে সর্ম্পক ভালো থাকলে, গণমাধ্যম নিয়ে ভালো জ্ঞান থাকলে জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাড়াতাড়ি সফলতা পেতে পারেন।
নীতিগতভাবে কাজ করা : সৎভাবে কাজ করার কাজ করা মানসিকতা জনসংযোগ কাজে সফল হতে আপনাকে সাহায্য করবে।
কৌতুহলী হওয়া: কৌতুহলী মনোভাব জনসংযোগ কর্মকর্তাকে নতুন পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে।
কাজের পরিষ্কার ধারণা : যে প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হবেন সেই প্রতিষ্ঠানের কাজ সর্ম্পকে পরিষ্কার ধারণা থাকতে হবে ।
ব্লগিং : তথ্য প্রযুক্তির যুগে জনসংযোগ কর্মকর্তার ব্লগিং সর্ম্পকে ভালো ধারণা থাকলে কাজে সফলতা অসবে সহজে।
সামাজিক মিডিয়া টুলস সর্ম্পকে জানা : পৃথিবীর অর্ধেক মানুষ সামাজিক মিডিয়ার সাথে যুক্ত থাকায় জনসংযোগ কর্মকর্তাকে সামাজিক মিডিয়ার টুলস সর্ম্পকে ধারণা রাখতে হবে।
সূত্র: ফোর্বস ডটকম
ইংরেজি থেকে অনূদিত