শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন
- নিউজ ডেস্ক
ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৭ মে–র পরিবর্তে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। তবে স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত সময় অনুযায়ী ৬ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবে।
আজ (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং ৮টি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অগাস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে।
বেসরকারি স্কুল–কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়। ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা নেওয়া শুরু করে।