পর্যটন শিল্পে আছে ক্যারিয়ারের সুযোগ
- ক্যারিয়ার ডেস্ক
আপনি কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো বনে বা কখনো ঐতিহাসিক স্থানগুলোতে ঘুরে বেড়ান? বা বেড়াতে চান? তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক পেশার নাম পর্যটন। এ পেশায় আছে নানা ধরনের পার্টটাইম ও ফুলটাইম কাজের সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মজিব উদ্দীন আহমেদ জানালেন, হোটেল ব্যবস্থাপনা, রেস্তোরাঁ ব্যবস্থাপনা, রন্ধনশিল্প, পর্যটন গাইড, দোভাষী, ট্যুর পরিকল্পনা, ই-টিকেটিং, পরিবহন ব্যবস্থাপনা, বিমান কোম্পানিগুলোর নানা কাজসহ বিশাল কাজের ক্ষেত্র পর্যটন। বাংলাদেশ এ সেক্টরে কাজের বিশাল ক্ষেত্র তৈরি হচ্ছে এবং কয়েক বছরের মধ্যে এটি দেশের অন্যতম সেরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে। সারা বছর কাজ থাকলেও শীতকাল পর্যটনের মৌসুম হওয়ায় এ সময় কাজের ক্ষেত্র আরও বেশি বিস্তৃত হয় বলে জানান তিনি।
পর্যটনে পেশার ধরন
পর্যটনে সবচেয়ে পরিচিত পেশা হচ্ছে ট্যুরিস্ট গাইড। এ ছাড়া দোভাষী হিসেবে, হোটেলের নানা পদে, বিমানে কাজ করাটা যেন ঘুরে বেড়ানোর মতো মজার অভিজ্ঞতা জোগায়। বর্তমানে বাংলাদেশে গড়ে উঠেছে অনেক ভালো ভালো হোটেল, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর কোম্পানি, বেসরকারি বিমান সংস্থা। ফলে এই সেক্টর ক্রমেই একটি বিশাল কাজের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। অনেকে চাকরি না করে উদ্যোক্তা হয়ে নিজেই ট্যুর অপারেটর হিসেবে নিজের স্বতন্ত্র কোম্পানি প্রতিষ্ঠা করছেন।
পর্যটন পেশা নিয়ে পড়াশোনা
পর্যটন নিয়ে পড়াশোনা শেষে এখন ‘ঢাকা রিজেন্সী’তে কাজ করছেন এ কে এম আসাদুর রহমান। তিনি জানালেন, বাংলাদেশ পর্যটন পেশা যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যটন নিয়ে পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। তবে এ পেশায় বেশির ভাগ শিক্ষাই ব্যবহারিক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েই শুধু এ বিষয়ে পড়াশোনার সুযোগ আছে। এ ছাড়া ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পর্যটন নিয়ে পড়াশোনা করা যায়। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে জাতীয় পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিপ্লোমা করানো হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে জাতীয় পর্যটন ট্রেনিং ইনস্টিটিউট তিন বা চার সপ্তাহের কোর্স করিয়ে থাকে। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে পর্যটনের নানা ক্ষেত্র নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। পড়াশোনা করলে পর্যটনের যেকোনো শাখায় অনেক ভালো পর্যায়ে কাজের সুযোগ তৈরি হয় এবং খুব দ্রুত ভালো পদে পৌঁছানো যায়।
ফুলটাইম ও পার্টটাইম কাজের সুযোগ
ফুলটাইম কাজের পাশাপাশি পার্টটাইম কাজের সুযোগ রয়েছে এ সেক্টরে। ভিজিট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান খান জানালেন, হোটেলগুলোর সেলস, অ্যাডমিন, হাউসকিপিং, কুকিং, গেস্ট রিলেশনশিপ, ফুড অ্যান্ড বেভারেজ, ফ্রন্ট ডেস্ক; বিমানের সেলস মার্কেটিং, পিকেটিং, বিমানবালা; ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর কোম্পানিগুলোর ম্যানেজমেন্টে, ট্যুর প্ল্যানিং, গাইড হিসেবে কাজের সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ট্যুর অপারেটরদের সঙ্গে গাইড হিসেবে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান। তিনি জানালেন, হোটেলগুলোতে হাউসকিপিং, গেস্ট সার্ভিস, ফ্রন্ট ডেস্কে; ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর কোম্পানিগুলোর ট্যুর প্ল্যানিং, গাইড, দোভাষী হিসেবে পার্টটাইম কাজের সুযোগ রয়েছে। সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসে পর্যটন সেক্টরে লোক নিয়োগের জন্য সংবাদপত্র ও অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়। বিভিন্ন ট্যুর-ট্রাভেল কোম্পানির ওয়েবসাইটে মাঝে মাঝে ঢুঁ মারলে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি ও রক্ষা করলে কাজ পাওয়া যায় বলে জানালেন লিটন।
বেতন ও সুযোগ-সুবিধা
এ সেক্টরে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাজের মধ্যে আনন্দ অনেক বেশি। আয়ও কম নয়। পার্টটাইম কাজ করে মাসে ৫ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব। অভিজ্ঞতা বাড়লে আয় বাড়ে। আর কেউ যদি ফুলটাইম কাজ করেন তাহলে ১৫ হাজার থেকে শুরু করে লক্ষাধিক বেতনে কাজের সুযোগও আছে। বাংলাদেশে এ সেক্টরে অভিজ্ঞ লোকজন খুব কম বিধায় খুব দ্রুত পদোন্নতি হয় এবং ভালো অবস্থানে পৌঁছানো যায়। সরকারি-বেসরকারি নানা উদ্যোগের ফলে এ সেক্টরে কাজের ক্ষেত্র বাড়ছে, ফলে ক্রমে ক্রমে বেতন ও সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাচ্ছে।